ছন্দে ছন্দে আল কুরআন-৯

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩৬:০১ সন্ধ্যা



আবু লাহাব ও তার স্ত্রী

****************************


ভেঙ্গে গেছে আবু লাহাবের দুইখানি হাত,

সকল কাজই তার হয়েছে বরবাদ।

ধন-সম্পদ,সন্তান তার যা কিছু ছিলো,

পরিণামে তার কোন কাজে না লাগিলো।

.

লেলিহান আগুনে হবে আবাস তার,

(শাস্তি থেকে কভু সে পাবেনা নিস্তার।)

তার স্ত্রী এখানেও তার সাথী হবে,

গীবত, চোগলখুরী করে সে দিন কাটাতো ভবে।

খেজুর ডালের রশি হবে তার গলার ফাঁস,

(জাহান্নামের আগুনে করবে সে বাস।)

.

[ সূরা আল লাহাব ]

.



সূরার অর্থঃ

১.) ভেঙে গেছে আবু লাহাবের হাত এবং ব্যর্থ হয়েছে সে।

২.) তার ধন-সম্পদ এবং যা কিছু সে উপার্জন করেছে তা তার কোন কাজে লাগেনি।

৩.) অবশ্যই সেই লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে।

৪.) এবং (তার সাথে) তার স্ত্রীও, লাগানো ভাঙানো চোগলখুরী করে বেড়ানো যার কাজ,

৫.) তার গলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো শক্ত রশি।





[ সূরা আল লাহাব ]


সূরা আল ফীল এখানে

বিষয়: বিবিধ

২৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File