আবার আসিবো ফিরে

লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩৪:১৭ সন্ধ্যা



আবার আসিবো ফিরে ছুঁড়ে অবসাদ,

এক মুঠো গোলাপের সুরভীতা নিয়ে;

তোমার ঝর্ণাতলের লবনের স্বাদ

আকন্ঠ করিবো পান অনুরাগ দিয়ে।

রতির স্বেদ কণার আতরের লু'তে

বিমোহিত অণুক্ষণ যাবো স্নান করে;

যোনীর লোহিত জলে তৃপ্ততার সুখে

সানুদেশে শুয়ে রবো আলোময় ঘরে।

নক্ষত্রের অনুজ্জ্বল আলোক যখন

আমাকে পথ দেখায় স্বর্গ-পথ পানে;

সঙ্গম তাড়না জ্বেলে তুমিই তখন

ধীর লয়ে আসবে ঐ নিরব নির্জনে।

দুই হাতে তুলে নেবো অরূপ শরীর,

স্থিত হবে কামনার উদ্বেলিত নীর।

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File