তোমরা আমায় রক্ত দাও

লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ২৪ জানুয়ারি, ২০১৩, ১২:৫১:১০ রাত



[সুভাষচন্দ্র বসু -জন্ম- ২৩ জানুয়ারী, ১৮৯৭,

মৃত্যু- ১৮ আগস্ট,১৯৪৫ (বিতর্কিত)-এর

জন্মদিনকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি]

জানকী নাথের রক্ত কণিকা কটক শহরে এলো,

প্রভাবতী দেবী সৌভাগ্যা অতি সুভাষচন্দ্র পেলো।

দেশবন্ধু চিত্তরঞ্জনের যোগ্য শিষ্য তুমি,

বিবেকানন্দের ভাবাদর্শে জাগালে ভারত ভুমি।

মণিষীরা বলে বড়ো কৌতূহলে-

বাঙালীরা আজ করে যা,

সারা ভারতীয় জনতা সকল

আগামী কল্য ভাবে তা।

এই বিশ্বাস প্রভাসিত হলো তোমার চেতনে নেতাজী,

যুদ্ধ ব্যতীত মুক্তি মেলেনা এই কথা সত্য আজি।

প্রেমের আঁকরে সিক্ত হৃদয় উচ্ছারিলে বিশ্বাসে,

তোমরা আমাকে রক্ত দাও হে! স্বাধীনতা দিবো নিশ্বাসে।

বৃটিশ শাসন হবেনা মুক্ত করম চাঁদের নীতিতে,

স্বৈর শাসক যাবেনা হটিয়া অহিংসতার ভীতিতে।

অস্ত্র হাতেই হবে যে লড়তে প্রাণ ভরে পেতে সুখ।

রক্ত বিহীনে পারে কি সরাতে ভারত-জাতীয় দুখ?

‘তুম মোঝে খুন দো ভারতবাসী!

তোমসে আজাদী দুঙা ম্যায়;

‘জয় হিন্দ’ অমর শ্লোগান

কে উচ্চারিবে তোমার ন্যায়?

২৩/০১/২০১৩

বিষয়: সাহিত্য

১৩৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File