অদৃশ্য বন্ধু

লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ২৮ জানুয়ারি, ২০১৩, ১১:৫৫:৩৪ রাত



শরীরী ভালোবাসায় অবসাদ ঝরে,

দূর্বিসহ জতুগৃহে বসবাস যথা-

মননশীলতা চাই অন্তরে অন্তরে,

কাব্যময়তায় খুঁজি নিতি সুন্দরতা।

অদৃশ্য বন্ধু আমার ধ্রুবক নিশানা,

কালের বিবর্ণ পুষ্প ঝরিছে ভূতলে;

খুঁজে ফিরি অকারণে অন্তর ঠিকানা,

সে-ই এক মায়ামৃগ বেদনার ছলে।

সময়ের যাত্রী আমি হাঁটি নিরন্তর,

বক্ষপুরে তুলে রাখি অনল চাতাল;

লাশের ভিড়ের মাঝে হবো যে খবর,

কর্পুর গন্ধ ছড়াবো মর্ত্যে ক্ষণকাল।

এই আমি রেখে যাই শেষ পদচ্ছাপ;

দুঃখময় চেতনার করুণ বিলাপ।

বিষয়: সাহিত্য

১৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File