পুলিশ মন্ত্রীর মেজাজ ফুরফুরে

লিখেছেন লিখেছেন শিমুল ২৩ জানুয়ারি, ২০১৩, ১১:৪৮:০২ রাত

হারুনের মত পুলিশকে সেবা পদক দিতে পেরে পুলিশ মন্ত্রী মখা আলমগীরের মেজাজটা বেশ ফুরফুরে বেশ হাস্যজ্জল তিনি বুধবার আবার দাবি করলেন তিনি ভাল কাজ করেছেন।তাকে অনেকে ফোন করেছেন মন্ত্রীর সাহসিকতার জন্য । অপকর্ম করে যদি পুরুস্কার পান তাহলে তো মখা'র পুলিশ আরো বেপারোয়া হয়ে উঠবে। আবার হয়তো বিশ্বজিতের লাশ দেখতে হতে পারে।

জানি না তার ছাত্রলীগের কর্মীরা কোন বিশ্ববিদ্যালয়ে কোন মায়ের কোল খালি করেন।

মন্ত্রী মহদোয় খুশি হবার কারণ নেই আগামিতে যদি আপনী বিরোধী দলে থাকেন, আপনার বেলায় তো এমন ঘটনা ঘটতে পারে। যে ভাবে ফারুক সাহেবের বেলায় ঘটেছে। অতীতে এরকম নজির অনেক আছে।

পুলিশ তো নিজ থেকে এ ধরণের কাজ করে না তাদের করানো হয়। আসুন বিভেদ ভুলে যাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এক সঙ্গে কাজ করি।

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File