বির্তকিত ডিসি হারুন পেল প্রেসিডেন্ট মেডেল পদক
লিখেছেন লিখেছেন শিমুল ২২ জানুয়ারি, ২০১৩, ০৩:৩২:৩৫ দুপুর
বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিসি মোহাম্মদ হারুন-অর-রশীদকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)-সেবা পদক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার খারপ মানুষকে আরো খারাপ কাজ করার জন্য পুরুস্কৃত করেন। আর ভাল মানুষদের জেলে পুরে মারর চেষ্টা করছেন। যে পুলিশ কর্মকর্তা বিরোধী দলের চিফ হুপকে পিটিয়ে রক্তাক্ত করেছেন, জজ কোট এলাকায় নারীর শ্লীলনতাহানী করেছেন, সেই পুলিশ পদোন্নতি পেল । সেই পুরুস্কার দিল আবার স্বংয় প্রধানমন্ত্রী। যে পুলিশ নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, সেই পুলিশকে একজন নারী প্রধানমন্ত্রী পুরুস্কৃত করলেন। শুধু তাই নয় আলোচিত বিশ্বজিৎ দাস হত্যার ঘটনায় বিতর্কিত ভূমিকা পালনের পরেও ডিসি হারুন পিপিএম-সেবা পদক পেলেন।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন