শাবাস জামাত-শিবির

লিখেছেন লিখেছেন শিমুল ৩১ জানুয়ারি, ২০১৩, ০৬:২৯:২৮ সন্ধ্যা

সহিংসতা নয় প্রতিরোধ। বিগত চার বছর যে ভাবে জামাত শিবিরকে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেননি সরকার তারই বহি:প্রকশ। শক্তি ক্ষমতা স্হায়ী থাকে না। হিটলার তার ক্ষমতা ধরে রাখতে পারেনি বর্তমান সরকার এর বাইরে নয়।

সরকার যদি সঠিক পথে এগোচ্ছে তাইলে বিরোধী দলকে এতো ভয় পান কেন?

মিজা ফখরুল ইসলামকে কারাগারে আটক করার দরকার কি?

যুদ্ধাপরাধীর নামে প্রহসনের নাটক চলছে, প্রকৃত অপরাধীদের ছেড়ে দিয়ে জামাত তথা ইসলাম নিধনের মহোসব চলছে,আজকে কোরআনের মাহফিল পর্যন্ত করতে দেয়া হচ্ছে না।

গতকাল আমার এলাকায় পুলিশলীগ কোরআনের মাহফিলের স্টজ গুরিয়ে দিয়েছে।

শুধু কি তাই?

বিরোধী দলকে রাজপথে তাদের কর্মসূচী পালন করতে দিচ্ছে না পুলিশলীগ, আর পুলিশ মন্ত্রী মখা সাহেব কাকের মতো কা-কা-কা করে দলকে ডুবাচ্ছে।

এদিকে জামাত-শিবির মার খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, রাজপথে পুলিশ তাদের আক্রমণ করলে তারা প্রতিহত করার চেষ্টা করছে মাত্র।

দেশের কিছু বামপন্হি মিডিয়া মিথ্যাচার করছে, হলুদ সাংবাদিকতায় সয়লাভ। কিন্তু লাভ নেই এখন মানুষ অনেক সচেতন, ভাল মন্দ বুঝতে পারেন।

যে মিডিয়া মিথ্যা সংবাদ বা জাতিকে ভূল তথ্য দেয়ার চেষ্টা করে যাচ্ছে দিন আসছে এই দিনে দিন নয়।

এজন্য জামাত শিবিরকে ধন্যবাদ জানাই তারা বাঘের বাচ্চা, জবাব দিতে জানে। কারণ তারা সত্যের পথে আছে। আল্লাহ তাদের সাহায্য করবেন ইনশালাহ।

কয়েকটা বামকে ভয় পেলে চলবে না, শাবাস জামাত-শিবির।

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File