সর্বকালের শ্রেষ্ঠ্র ফিরাউন

লিখেছেন লিখেছেন শিমুল ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৫১:৪৭ সকাল

যুগে যুগে অনেক নমরুদ ফিরাউন এসেছে, এদের একজন বর্তমান সরকার। আলেমদের নির্যাতন করে কারাগারে বন্ধি করে, অবিনব কায়দায় ইসলামী কে কবর দেয়ার জন্য নতুন নাটকের সূচনা শাহবাগের নাস্তিকবাদী নাটক মচ্ঞ তৈরী করেছে।

লাভ হবে না রে ফিরাউনের দল আল্লার সৈনিকরা ঘরে বসে থাকবে না।

সত্য একদিন প্রকাশ পাবে, বিজয় আসবেই ইসলামের পক্ষে। ১৬ কোটির মধ্যে কজন নাস্তিকের কথায় ইসলাম শেষ হবে না, শক্তিশাল হবে।

মাখা, ইনু, কামরু হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে না। কতদিন শাহবাগে টাকা দিয়ে কতদিনপালবেন জনগনকে কষ্ট না দিয়ে জনগনের রাস্তা ছেড়ে দিন নইলে জনগন তাড়ানোর ব্যবস্হা করেন।

বিষয়: বিবিধ

১৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File