রুটস পিইট, দক্ষিণ আফ্রিকা - (দুই)
লিখেছেন লিখেছেন হাসান আল বান্না ২৪ জানুয়ারি, ২০১৩, ০১:১৭:২২ রাত
ক্লান্ত কাঁধে ব্যাগটা ঝুলিয়ে বেরুবোর আগে শেষ বারের মত দেখে নিচ্ছিল মুসা, অফিসে কিছু ফেলে যাচ্ছে না তো। নাহ, প্রাণবন্ত একটা দিন আর কিছু দীর্ঘশ্বাস ছাড়া তেমন কিছুই নেই পেছনে। পা বাড়াবে, এ সময় ডাক শুনে চকিতে ফিরে তাকাল
- ‘হেলো মুসা, যাবে নাকি সাথে?’ বোহেমিয়ান পিইট এর মুখে লাজুক হাসি।
- ‘কেন নয় পিইট? আসছি এখুনি’ কিছু না ভেবেই জবাব দিল মুসা, পিইট তার অফার ফিরিয়ে দেয়নি দেখে খুশি হল, সন্ধেটা ওদের সাথেই কাটুক আজ।
কার পার্কে এসে মুসা তার পুরোনো সেডানে উঠল, পিইটকে তার নিজের হোন্ডা সিভিকে উঠতে দেখে চেঁচিয়ে জানতে চাইল
- ‘হেই, তোমার বাসাটা জানি কোথায়?’
- ‘কাছেই, ফলো মি’
অফিসের বাসে উঠছে ইরানি মাসুমেহ, লাল চুলো শিবা কোসি সাথে আরও ক-জন। পাকিস্তানি খোবাইব খান, ইন্ডিয়ান কাইলাস ও ভিজয় আর জেইন মওফাখের নিজ নিজ গাড়িতে উঠছে, অফিস পার্কে এখনও সাত আটি গাড়ি দাড়িয়ে। কারও গাড়ি থেকে ভেসে আসছে খলিল খোসারির কণ্ঠে কোরআনের আয়াত। কে শুনছে কোরআন? জেইন নাকি খোবাইব? বুঝে উঠার আগেই পিইটের গাড়ি ছেড়ে দিল।
আট তলায় এসে থামল এলিভেটর, সামান্য হেঁটে ডানের এইট-জিরো-টু ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াল দুজন, ফ্ল্যাটের দরজা খুলে দিলেন মিসেস পিইট। খানিকটা বেটে মোটা মধ্যবয়স্ক ভদ্রমহিলা একজন ইউরোপিয়ান। এক ঝলক দেখেই মুসার মনে পড়ল শব্দটি – ‘কেপ অব গুড হোপ’। সাউথ আফ্রিকার এই অঞ্চলে পর্তুগীজদের বাণিজ্য থাকলেও ১৭ শতকে জেন ভেন রিইবিক এর নেতৃত্বে ডাচ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কেপ এ পৌঁছে যায়। এর পরের ইতিহাস শুধু আফ্রিকানদের নয়, ইউরোপিয়ানদেরও, পিইট আর মিসেস পিইট সাদা ইউরোপিয়ানদের উত্তরসূরি।
পিইটের পেছনে মুসাকে দেখে হেসে জিজ্ঞেস করলেন মিসেস পিইট,
- ‘কাকে সাথে নিয়ে এলে পিইট?’ মিসেস পিইটের হাসিটা চোখ স্পর্শ করে জানান দিল মুসাকে দেখেই উনি পছন্দ করে ফেলেছেন।
- ‘এ মুসা, আমার ইয়াঙ মুসলিম কলিগ, আইটি প্রকৌশলী, তোমাকে হেল্প করতে চলে এলো’ – মুসার কাঁধে থাবা রেখে জবাব দিল পিইট।
- ‘এটা কি হল পিইট, আমরা নিজেরাই তো সামলাতে পারতাম এসব, এসো বাবা, এসো’, মিসেস পিইটের কণ্ঠে মমতা ঝড়ে পড়ল।
দু বেড রুমের ঝক ঝকে নতুন ফ্ল্যাটটিতে দুটো বেলকনি, একটা দিয়ে পার্সিয়ান গালফ চোখে পড়ে। পিইট তার বউ আসার আগেই কিছু ফুলের গাছ, অনেক গুলো ফার্নিচার আর একগাদা হোম এপ্লায়েন্স কিনে এনে রেখেছে, তার সাথে যোগ হয়েছে মিসেস পিইটের বয়ে আনা বেগ গুলো। মাষ্টার বেড, হলের ফার্নিচার আর কাবার্ডটা পিইট আর মুসা এস সাথে সেট করল। টেবল টপ ডিস ওয়াসারটা যায়গা পেল হলেরই এক কোনে, কিচেনে একদম যায়গা নেই। টুং টাং শব্দ ভেসে আসছে কিচেন থেকে, মিসেস পিইট কিচেনে ব্যস্ত। মুসা কার্পেটটা জায়গা মত সেট করার চেষ্টা করছে, বইগুলো বুক সেলফে সাজিয়ে রাখছে পিইট। হাতের বইটি রুমাল দিয়ে মুছতে মুছতে মুসার উদ্দেশ্যে বলল পিইট
- ‘নেক্সট উইক-এন্ডে চলে এসো মুসা, বিকেলটা আমাদের সাথে কাটাবে, সমুদ্রের পাড়ে দারুণ একটা স্পট আছে, গেলে মনে হবে স্বর্গে এসেছো’
- ‘স্বর্গ দেখতে কেমন পিইট?’, অফার ফিরিয়ে দিল মুসা, মুখে হাসি।
- ‘গেলেই দেখতে পাবে, আসছো তো?’ পিইট বুঝে গেছে মুসা আসবে না।
- ‘হাঁ এবার ঠিক বলেছো পিইট, গেলেই দেখতে পাবো, মৃত্যুর আগে স্বর্গ দেখা অসম্ভব’, বলল মুসা।
- ‘আমার ধারণা, একদিন ঠিকই আমি স্বর্গে যাবো, গড আমাকে ভালবাসেন, আমার জীবনে আমি গডকে ফিল করি সব সময়’, মৃত্যুর কথা শুনেই হয়ত ভাবালুতায় পেয়েছে পিইটকে, হাতের বইটি সেলফে রেখে আরেকটি বই পরিষ্কার করছে একমনে।
- ‘তুমি গড-এ বিশ্বাস কর! গড সম্পর্কে কি ধারণা তোমার পিইট, কে তিনি?
- ‘তিনি এক, আমাদের কৃত পাপ ক্ষমা করতে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন জেসাসকে...’ বলতে লাগল পিইট।
- ‘জেসাস ‘পিস বি আপন হিম’ কে তো তার নিজের লোকেরাই হত্যার জন্য ক্রুশবিদ্ধ করে পিইট, এতে তো তার সায় ছিল না, তো, এটা কি ভাবে সম্ভব যে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দিতে পৃথিবীতে এসেছিলেন?’, পিইটকে মাঝপথে থামিয়ে বলল মুসা।
- ‘তোমার কি ধারণা মুসা? জেসাস ক্রাইস্ট কেন এসেছিলেন?’ প্রশ্ন ছুড়ে দিয়ে অপেক্ষা করছে পিইট।
- ‘জেসাস কোন ধর্মের অনুসারী ছিলেন পিইট?’ প্রশ্ন এড়িয়ে প্রশ্ন করল মুসা।
- ‘তিনি খৃষ্ট ধর্মের অনুসারী ছিলেন’, পিইট জবাব দেয়।
- ‘না পিইট ভুল বললে, জেসাস ছিলেন মোসেস ‘পিস বি আপন হিম’ এর ধর্মের অনুসারী ছিলেন, বাইবেলের প্রথম অধ্যায় পড়ে দেখ কিংবা ম্যাথিউ ৫ এর ১৭-১৮ ভার্সগুলো পড়ে দেখো, তা ছাড়া, তিনি এসেই বলেছিলেন আমি ইহুদি ধর্মের কোন পরিবর্তন করার জন্য আসিনি, তাইনা?’
- ‘হাঁ’,
- ‘তাহলে তো তিনি ছিলেন জ্যু, ঠিক বলিনি?”
- ‘ঠিক বলেছো’
- ‘জেসাস যদি জ্যু হন তবে খৃষ্টিয়ানিটি কোত্থেকে এলো পিইট?’
- ‘তোমার কি ধারণা মুসা?’
- ‘আমার ধারণা নয় পিইট, ক্যাথলিক এনসাইক্লোপেডিয়া এবং অসংখ্য খৃষ্টান স্কলারের মতে, ‘সওল অব টারসুস’ নামে একজন জ্যু যিনি জেসাস ‘পিস বি আপন হিম’ এর মৃত্যুর অনেক পর খৃষ্ট ধর্মের প্রবর্তন করেন, সেইন্ট পল এর নাম শুনেছো পিইট, তাইনা? ‘সওল অব টারসুস’-ই হচ্ছেন সেইন্ট পল’, বলল মুসা।
- ‘ঠিক আছে তোমার কথা, কিন্তু আমরা তো মোসেস এর ওল্ড টেস্টামেন্টও পড়ি মুসা’ বলল পিইট।
- ‘এখন, জেসাস ‘পিস বি আপন হিম’ যদি জ্যু হন তবে জুদায়িজম কোত্থেকে এলো পিইট?’ পিইটকে পাল্টা প্রশ্ন করল মুসা।
- ‘জুদায়িজম এসেছে মোসেস থেকে’ পিইট জবাব দেয়।
- ‘তো প্রফেট মোসেস জুদায়িজম প্রবর্তন করেন?’ প্রশ্ন করে মুসা।
- ‘অফকোর্স’, পিইটের জবাব ।
- ‘প্রফেট আব্রাহাম ‘পিস বি আপন হিম’ কি জ্যু ছিলেন পিইট?’
- ‘আমার জানা নেই মুসা’
- ‘প্রফেট আদম ‘পিস বি আপন হিম’ ও কি জ্যু ছিলেন?’
- ‘আমি ঠিক জানি না মুসা’ বলল পিইট।
ওরা কেউ টের পায়নি কখন চা নিয়ে প্রবেশ করেছেন মিসেস পিইট, উনিও নিশ্চয় শুনছিলেন দুই অসমবয়সীর আলাপ, দুজনের মনোযোগ নষ্ট হবে ভেবে হয়ত চুপ ছিলেন, মুসা ঘাড় ফিরিয়ে তাকাতেই হেসে বললেন তোমাদের চা, খেয়ে নাও তাড়াতাড়ি, ঠাণ্ডা হয়ে যাবে। তারপর মুসার দিকে তাকিয়ে বলল
-আমিও কি যোগ দিতে পারি তোমাদের আলোচনায়?
- ‘কেন নয়, অবশ্যই মিসেস পিইট, আসুন প্লিজ’, মুসার মুখে কৃতার্থ হাসি।
- ‘তো এই জ্যু শব্দটি কোত্থেকে এলো মিস্টার পিইট?’
- ‘হতে পারে ‘জুদাহ’ থেকে, জুদাহ ছিলেন জেকবের সন্তান, জেকব ছিলেন আইজ্যাক এর আর আইজ্যাক ছিলেন আব্রাহামের সন্তান’ বলল পিইট।
- ‘তো, জুদায়িজম যদি আব্রাহামের গ্রেট গ্র্যান্ড সানের নামানুসারে উৎপত্তি হয়ে থাকে, এটা কি সম্ভব যে প্রফেট আব্রাহাম ‘পিস বি আপন হিম’ এর ধর্ম ছিল - জুদায়িজম?’
- ‘নো’
- ‘তাহলে সেই প্রশ্নটাই আবার ফিরে আসে প্রফেট আব্রাহামের ধর্মের নাম কি ছিল?’
- ‘উত্তর আমার জানা নেই মুসা’ পিইটে সরল স্বীকারোক্তি।
- এই প্রশ্নের একমাত্র উত্তর আছে কোরআন – মানুষের জন্য প্রেরিত সর্বশেষ মহা গ্রন্থে, মহান স্রষ্টা আল্লাহ এই গ্রন্থের ৩য় অধ্যায়ের ৬৭ ভার্সে বলেন,
“ইব্রাহীম ইহুদী ছিলেন না এবং নাসারাও ছিলেন না, তিনি ছিলেন ‘হানীফ’ (অর্থাৎ, সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ) এবং ‘মুসলিম’ (অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী), এবং তিনি মুশরিক ছিলেন না।”
- তোমার আগের প্রশ্ন, যেটার উত্তর আমি দেয়নি, ‘জেসাস ক্রাইস্ট কেন এসেছিলেন?’ ‘জেসাস ক্রাইস্ট কে মহান স্রষ্টা প্রেরণ করেছিল, ইহুদি জাতিকে পথ দেখানোর জন্যে, যেমনটি ইব্রাহীম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা, ‘পিস বি আপন অল অব দেম’ এবং অন্যান্য নবীকে পাঠিয়েছিলেন তাদের স্ব স্ব জাতির কাছে’।
বলেই থামল মুসা, তারপর টেবিল থেকে চায়ের কাপ তুলে নিলো, হাত বাড়িয়ে কাপটি পিইটের হাতে ধরিয়ে দিয়ে পরের কাপটি তুলে নিলো সে। ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিয়ে হালকা কণ্ঠে প্রশ্ন করল,
-তুমি কি একমত যে আমাদের স্রষ্টা শুধুমাত্র একজন এবং জেসাস ক্রাইস্ট স্রষ্টার প্রেরিত প্রফেট ছিলেন?
একমনে শুনছিল পিইট, মুসার প্রশ্ন শুনে ধীরে ধীরে তাকাল মিসেস পিইটের দিকে, তারপর মুসার দিকে ফিরে জবাব দিল,
- ‘আলাপটা আমরা আরেকদিন কন্টিনিউ করব মুসা, কি বল?’
দীর্ঘ টানেল শেষে দামাসকাস স্ট্রীটের দিকে ছুটছে মুসার গাড়ি, নিওন বাতিগুলো একটি নির্দিষ্ট দূরত্ব পর পর বসানো, সোনালী আলোয় ভাসিয়ে দিচ্ছে সড়কের এপার ওপাড়, মুসা খেয়াল করল প্রতি সেকেন্ডে একটি করে বাতি অতিক্রম করছে তার সেডান, এক, এক, এক, এক....সামনেই সিগনাল, দাড়িয়ে পড়েছে সেডান, জানালা খুলে দিতেই একরাশ বাতাস আর পাশের গাড়ি থেকে সুমধুর কণ্ঠ ভেসে এলো, খলিল খোসারীর গলা যেন কাঁপছে বাতাসে, সুরা বাকারার ১৩৬ আয়াতটি তন্ময় হয়ে শুনতে লাগল মুসা-
“তোমরা বল, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহীম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মুসা, ঈসা, অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে, তৎসমুদয়ের উপর। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। আমরা তাঁরই আনুগত্য কারী।”
বিষয়: বিবিধ
২৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন