ছন্দে ছন্দে আল কুরআন -১৯
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৭ জুন, ২০১৩, ০৫:৩০:০২ বিকাল
গীবতের সাজা
*********************
ধ্বংস হবে এমন ব্যক্তি যে সম্মুখে দেয় ধিক্কার,
ধ্বংস হবে সে-ও গীবতের স্বভাব আছে যার।
.
স্বীয় সম্পদ সঞ্চিত রাখে, ( দেয়না যে দুখীজনে ),
সঞ্চয় করা অর্থ যে সর্বদা রাখে গুনে।
.
মনে করে সে এই সম্পদ চিরকাল তার রবে,
( ভাবেনা সে সবকিছু ছেড়ে তাকে চলে যেতে হবে )।
.
কখনোই নয়! শাস্তি তাকে দেয়া হবে, হায়!
ফেলা হবে তাকে চূর্ণ-বিচূর্ণকারী জায়গায়।
.
'হুতামাহ' কি জানো কি তুমি? তবে শোন তার কথা,
'আল্লাহর আগুন', প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত হবে সেথা।
.
হৃদয় অভ্যন্তরে ভয়ংকর সে আগুন পৌঁছে যাবে,
জাহান্নামীদের সে আগুন দিয়ে ঢেকে দেয়া হবে।
.
উঁচু উঁচু থামে ঘেরা থাকবে সেই শিখা লেলিহান,
( এসব সাজা থেকে রেহাই দাও প্রভু! হে রহমান)।
.
[সূরা আল হুমাযাহ]
সূরা আল ফাতিহা এখানে
বিষয়: বিবিধ
১৭৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন