মনে খটকা লাগলে তা বর্জন করুন..........
লিখেছেন লিখেছেন মেহেদি পাতা ১৭ জুন, ২০১৩, ০৫:০৬:৫০ বিকাল
খটকা-সন্দেহ আমাদের জীবনেরই অংশ। আমরা জীবনের অনেক ক্ষেত্রেই নানা সংশয়ের শিকার হই।
তবে..........
স্মরণ রাখা উচিত সংশয় নিয়ে কোন কাজ করা কিন্তু বিচক্ষণতার পরিচায়ক নয়। রাসূল (স.) ইরশাদ করেছেন- "যে বিষয়ে তোমার খটকা লাগে তা তুমি বর্জন কর যে পর্যন্ত না খটকা দূর হয়।"
আসলেই বন্ধু......!
মনে খটকা লাগার পরেও কোন কাজ করলে তাতে ভুলের সম্ভাবনাই থাকে বেশি। তাছাড়া কাজের প্রতি আগ্রহও থাকেনা, ফলে বরকতশুন্য কাজটি প্রায় অসম্থাপূর্ণ থাকে। মাঝেমধ্যে তা নিজের বা সমাজের জন্য সমূহ বিপদও টেনে আনে।
তাই আসুন, আর নয়। কোন বিষয়ে মনে খটকা লাগলে বা বিষয়টি প্রতি সন্দেহ থাকলে আগে ভালো ভাবে জানার চেষ্টা করি যে, তা আমার জন্য বা সমাজের জন্য কল্যাণকর কি না?
কল্যানকর বলে নিশ্চত হওয়ার পূর্বে দ্বিধা নিয়ে কোন কাজে নিজেকে কোন ভাবেই যেন জড়িয়ে না ফেলি।
এটাও আমাদের স্বভার যে, অনেক সময় কাজ শুরু করার পর বা গুরুজনের নির্দেশ পালন কালে মনে অযথা নানা প্রশ্নের উদ্রেক ঘটে।
এটাও মারাত্মক ক্ষতির কারণ। এতেকরে কাজটির প্রতি অনীহাভাব সৃষ্টি হয়। এবং নিজ কর্তব্য থেকে ব্যাক্তি বিচ্যুত হয়।
তাই এমনটাও যেন আমাদের জীবনে না ঘচট সে জন্য সদা সতর্ক থাকতে হবে।
যথাযথ প্রক্রিয়ায় পরামর্শ করে হৃদয়ে থেকে দৃঢ় সংকল্কপ করে কাজ শুরু করতে হবে। এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করতে হবে। এসম্পর্কে আল্লাহ তায়ালা বলেন- "আর যখন তুমি দৃঢ় সংকল্প কর তখন আল্লাহর উপর তাওয়াক্কুল কর"।
বিষয়: বিবিধ
১৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন