নিষ্ঠুর সময়ের ঘূর্ণিপাকে আমি বড় অসহায়
লিখেছেন লিখেছেন মেহেদি পাতা ২৫ জুন, ২০১৩, ১২:৪৭:৪৩ রাত
সময়ের গতিপ্রবাহ বড়ই নিষ্ঠুর ।
আবেগ-অনুভূতি, আর ভালোলাগা-ভালোবাসা কিছুই বাসতবতার গতিপ্রবাহকে ঘুরাতে পারেনা ।
কত কাকতি-মিনতি, কত প্রেম-ভালোবাসা......! কই সময় তো থমকে দাঁড়িয়ে যায়নি ! কমেনি তো তার গতি !! কখনোই তো সময়ের পাথর হৃদয়ে একটু আঁচরও ফেলতে পারেনি কেউ ।
কত মায়ের বুক ফেটেছে, কত সন্তানের আর্তনাদে আকাশ-বাতাশ প্রকম্পিত হয়েছে; কিন্তু............
পারেনি ।
মা তার সন্তানকে আগলে রাখতে পারিনি। সন্তানও কাছে রাখতে পারেনি মাজননিকে।
সময়রে এই গতিপ্রবাহ চিরন্তন, চিরসত্য।
জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে আজ হারিয়ে ফেলা সেই দিনগুলোকেই মনে পড়ে । স্মৃতিপটে বারবার ভেসে ওঠে অতীত হয়ে যাওয়া ছবিগুলো ।
সময় বদলে গেলেও অমি রয়ে গেছি আগের মতই । বদলেনি আমার ইচ্ছাগুলোও । আমি বড় অসহায় ।
বিষয়: বিবিধ
১৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন