চার সিটিকর্পোরেশনের চারটিতেই বিশাল জয় তবুও মুখে হাসি নাই.........

লিখেছেন লিখেছেন মেহেদি পাতা ১৬ জুন, ২০১৩, ০৬:৫২:৩২ সকাল

চার সিটিকর্পোরশেনে গত কালের নির্বাচনে (১৫/৬/২০১৩) চারটিতেই অওয়ামী পন্থী প্রার্থির ভরাডুবি হয়েছে বলে জাতি আজ আনন্দতি। উল্লাশে ফেটে পরেছেন কেউ কেউ।

কিন্তু..............

আমার মনের অবস্থা ভিন্ন।

মুখে এখনো হাসি আসছেনা, হৃদয়জুড়ে ভয় আর অজনা শঙ্কা.........।

বন্ধুগন....!

আমি সেদিন হাসব যেদিন শহীদদের এতীম ছেলে-মেয়ে, বিধবা স্ত্রী এবং অসহায় বাবা-মার মুখে হাসি দেখতে পাবো; আমি আনন্দ করব সেদিন যেদিন রক্তাক্ত জনপদে শান্তি ফিরে আসবে। আমি সেদিন খুশি হবো যেদিন নির্বাচিত নতুন মেয়রদের দেখতে পাবো গরীব-দুখি আর নির্যাতিতদের পাশে।

হৃদয়ে অনেক আশা, অনেক স্বপ্ন। জানিনা দানাবাধা এই স্বপ্নগুলোর বাস্তবায়ন দেখতে পাবো কিনা ? তবু্ও চেয়ে আছি............

হে আনন্দিত বন্ধু....!

তুমি কি ভাবছো তোমার আনন্দের সময় হয়ে গেছে ?

বাধভাঙ্গা উল্লাশে ফেটে পড়ার সময় কি এখনই হয়ে গেছে ভাবছো ?

সব চাওয়া কি পূরণ হয়ে গেছে ? স্বপ্নগুলোর কি বাস্তবায়ন হয়েগেছে ?

সাবধান...!!

সামনে আরও অনেক দিন বাকি । করার আছে অনেক কিছু । নির্দলীয় এই নির্বাচনে আওয়ামিলীগের পরাজয়ে সরকারের কীবা আসে যায় ? ক্ষমতা এখনো তাদের হাতে । তারা তাদের সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে চায় । তারা কিন্তু এই নির্বাচনকে প্রমাণ হিসেবে পেশ করার চেষ্ট করবে যে, তাদের সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। ফলে তত্ত্বাবধায়ক জাতীয় কোন অনির্বাচিত সরকারের প্রয়োজন নাই ।

হে বন্ধু...!

আওয়ামী পন্ডিতরা জাতিকে এ টেবলেট খাওয়াতে পারলে তখন শুরু হবে আসল খেলা । ভিশন-২০২১ বাস্তবায়নের খেলা । ইসলাম ও বিরোধী মতকে পদদলীত করে দাদাদের আস্থা কুড়ানের চূড়ান্ত খেলা ।

তাই সাবধান ! আবারও বলছি সাবধান !! হৃদয় থেকে বলছি সাবধান !!!

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File