ভালো লাগেনা.........

লিখেছেন লিখেছেন মেহেদি পাতা ১৪ জুন, ২০১৩, ০৩:০৬:২৪ রাত

"ভালো লাগেনা" শব্দটি প্রায়ই আমরা ব্যবহার করে থাকি । কোন কুৎসিত বস্তু দেখার পরে বা অনাকাঙ্খিত অবস্থার মুখোমুখি হলে মনে যে ঘৃণা বা বিরক্তির জন্ম হয় তাই প্রকাশ করে থাকি বাক্যটির মাধ্যমে ।

দুই শব্দের ছোট্ট এই বাক্যের ব্যবহার আমরা যতবার দেখেছি ততবারই এর সাথে ঘৃণার পূর্ণ মিশ্রণ দেখেছি । মনের ঘৃণা, অসন্তুষ্টি বা অসম্মতি প্রকাশের ক্ষেত্রে বাক্যটির সক্ষমতা অনেক । সাধারণত বাক্যটি ব্যবহারকারীকে অপছন্দনীয়-অনাকাঙ্খিত অবস্থা দেখে পরিত্রাণ দিয়ে থাকে ।

ব্যবহারকালে যদিও বাক্যটির ব্যবহারকারীকে একরাশ ভালা নালাগা ছেয়ে থাকে তথাপি একবার বলে ফেলতে পারলে পরিনামে লাভ হয় শন্তি, ফুটে উঠে মুখে বিজয়ের হাসি ।

তাই আমি মনে করি বাক্যটির ব্যবহারে কার্পণ্য করা অনুচিত । সত্য অপ্রিয় হলেও সত্য । মনে যা ভালো লাগেনা তা এড়িয়ে চলুন, আপনার জন্য যা ভালো নয় তাকে আজই "ভালো লাগেনা" বলুন ।

"ভালো লাগেনা"...........

সত্য তুমি প্রিয় তুমি

বলতে কেন ভালো লাগেনা ?

"ভালো লাগেনা"...........

তিক্ত তুমি বাস্তব তুমি

শুনতে আমার ভালো লাগেনা ।

বলতে হবে, লুকোচুরি নয়

শুনতে হবে "ভালো লাগেনা" ।

সবাই মিলে সত্য বলি

মিথ্যা আমর ‍"ভালো লাগেনা" ।

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File