জনগনের সাথে আর "চুদুর-বুদুর " চইলত না !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৪ জুন, ২০১৩, ০৩:১৭:৫৬ রাত
খালেদা জিয়ার "চুদুর-বুদুর আর চইলত না" !!
চিকিত্সার নামে বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে খালেদা জিয়া আবার সিঙ্গাপুর যাচ্ছেন ! গণজাগরণ মঞ্চের আন্দোলনে দিশেহারা হয়ে তিনি গতবার সিঙ্গাপুর যেয়ে তথাকথিত চিকিত্সার আড়ালে দেশের বিরুদ্ধে কি যে এক ভয়ানক ষড়যন্ত্র করেছিলেন তাতো আজ দিবালোকের মতো সত্য ! সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে হিফাজত-ই -ইসলাম কে মাঠে নামিয়ে তিনি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার সব পাকা-পোক্ত করে ফেলেছিলেন ! কিন্তু "গাছে কাঠাল গোফে তেলের মতো " তার সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়ায় তিনি আজ দিশেহারা , পথহারা ! মিথ্যা গনহত্যা , লাশের রাজনীতি এমনকি ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার মত আজগুবি সংবাদ প্রচার করেও দেশে গণজাগরণ করতে না পেরে তিনি এখন মরণ কামর দেওয়ার জন্য আবার সিঙ্গাপুর যাচ্ছেন ! পাকিস্তানি গোয়েন্দাদের টাকা আর শলাপরামর্শ নিয়ে দেশে এসেই আবার শুরু করবেন রক্তের হোলিখেলা ! আরো বলবেন মেয়র ইলেকশনে কারচুপি হয়েছে তাই জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হতে হবে ৷ ইতিমধ্যেই তার ভারপ্রাপ্ত গর্জন সিংহ বলেছেন যে সরকার নাকি তাদের প্রার্থীদের জোর করে হারিয়ে দেওয়ার সব পাকা-পোক্ত করে ফেলেছে ! তার কথে শুনে সচেতন জনগণ হাসবেন না কাঁদবেন কিছুই ভেবে পাচ্ছেন না ! তারা বলছেন বিএনপি যদি আগে থেকেই জানে যে নির্বাচনে কারচুপি হবে তা হলে সেই নির্বাচন বর্জন করলেই পারে ! আসলে বিএনপি ভালো করেই জানে যে আগামী যে কোনো নির্বাচনে তাদের জেতার কোনো সম্ভাবনা নাই , তাই আগে থেকেই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা এখন ব্যস্ত ! তাদের মেডাম তাই সিঙ্গাপুর যাচ্ছেন ঘোলা পানিতে মাছ শিকারের ক্ষেত্র তৈরী করতে !
কিন্তু খালেদা জিয়াকে দ্যর্থ কন্ঠে বলে দিতে চাই যে "চিকিত্সার নামে ষড়যন্ত্র করার সেই চুদুর - বুদুর খেলা আর চইলত না " !! ষড়যন্ত্র করে খালেদা জিয়া অতীতে কিছু করতে পারেন নাই , ভবিষ্যতেও পারবেন না ! তাই বিএনপি এবং খালেদা জিয়াকে অগণতান্ত্রিক পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসার জন্য আহবান জানাচ্ছি , মেয়র ইলেকশনের মতো আগামী সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার আহবান জানাচ্ছি ! নির্বাচন বর্জন করে আগের মত রক্তের হোলিখেলায় মেতে উঠলে বিএনপি সহসাই মুসলিম লীগের মত ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়ে রাজনীতির মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে ! কেননা দেশের জনগণ এখন অনেক সচেতন , মিথ্যা কথা বলে জনগনের সাথে আর "চুদুর-বুদুর " চইলত না !!
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,
বিষয়: রাজনীতি
১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন