পুরাই টাইটানলীগ

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১৭ জুন, ২০১৩, ০৫:০৪:১৯ বিকাল

১/ ১৯৪৯ সালের ২৩ জুন যে আওয়ামীলীগ রোজগার্ডেনে প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী / দুঃখজনক হলেও সত্য মওলানা ভাসানী আওয়ামীলীগ করে মরতে পারেননি /

২/ আওয়ামীলীগের যে সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর অবর্তমানে দলের দুঃসময়ে কাজ করেছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদও আওয়ামীলীগ করে মরতে পারেননি /

৩/ ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধুসহ নেতারা যখন জেলে তখন যে নেত্রী দলের হাল ধরেছিলেন ছয় দফার প্রচার চালিয়েছিলেন সেই আমেনা বেগমও আওয়ামীলীগ করে মরতে পারেননি /

৪/ সিলেটের কৃতী সন্তান জেনারেল এম এ জি ওসমানী সেনাবাহিনী থেকে অবসর নিয়ে আওয়ামীলীগে যোগ দিয়েছিলেন / ১৯৭০ সালে জাতীয় পরিষদ সদস্য হয়েছিলেন / মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন / স্বাধীন বাংলাদেশে তিনিও আওয়ামীলীগ করে মরতে পারেননি /

৫/ ষাটের ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদকদের মধ্যে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদ অনাদর অবহেলায় কোনো রকমে আওয়ামী লীগে বেঁচে আছেন /

৬/ ষাটের আরেক ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুও একই অবস্থায় আছেন / সিলেটের বন্দরবাজারে পচা আলু পটলের মূল্য থাকলেও আওয়ামীলীগ আজ এতটাই অভিশপ্ত দল যে সেখানে আমু তোফায়েলের কোনো মূল্য নেই /

৭/ ষাটের ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি আবদুর রাজ্জাক কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন / বুকভরা বেদনা নিয়ে এই দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলও ইন্তেকাল করেছেন / তাদের কাউকেই আওয়ামী লীগ সম্মান নিয়ে মরতে দেয়নি /

৮/ ষাটের ছাত্রলীগের পুনঃজন্মকালে ছাত্রলীগের সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন এই দল করতে পারেননি /

৯/ কে এম ওবায়দুর রহমান আওয়ামী লীগ করে মরতে পারেননি / মাজহারুল হক বাকী / আবদুর রউফ আওয়ামী লীগ করে মরতে পারেননি /

১০/ ফেরদৌস আহম্মেদ কোরেশীও আওয়ামী লীগ করতে পারেননি / পারেননি খালেদ মোহাম্মদ আলী /

১১/ ষাটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক যিনি স্বাধীন বাংলার রূপকার ইকবাল হলের পুকুরঘাটে যাকে আমার হাতের অনামিকা আঙ্গুল কেটে রক্ত দিয়ে মাতৃভূমি স্বাধীন করার শপথ নিয়েছিলাম সেই সিরাজুল আলম খান আওয়ামী লীগ করতে পারেননি /

১২/ আওয়ামীলীগ করতে পারেননি আসম আবদুর রব / শাজাহান সিরাজ /

১৩/ স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের নেতা ১৯৭০ এর নির্বাচন ও মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী বঙ্গবন্ধুর নাম নিতে নিতে মারা যাচ্ছেন তবুও আওয়ামী লীগ করতে পারেন না /

১৪/ ছাত্রলীগের সাবেক সভাপতি বঙ্গবন্ধুর ভাগনে শেখ শহিদুল ইসলাম আওয়ামীলীগ করতে পারেননি /

১৫/ বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের উত্থানে সাহসী সাংবাদিকতার পথিকৃৎ তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ভূমিকা ইতিহাসে অমর অক্ষয় / কিন্তু তার ছেলে ব্যারিস্টার মইনুল হোসেন তো আওয়ামী লীগ করতে পারেনইনি তার আরেক ছেলে ষাটের ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মঞ্জুও নন /

১৬/ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ রশিদ কোথায় কেউ জানে না /

১৭/ ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী এখন বিএনপি করেন / সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান করেন জাগপা /

১৮/ সিলেটের অলিতে গলিতে যে ছাত্রনেতা তরুণদের আদর্শের রাজনীতির পাঠ দিয়েছিলেন সেই সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ছাত্রলীগের সভাপতি ও ডাকসু ভিপি হয়ে সিলেটবাসীকে গৌরবান্বিত করেছিলেন / আজ সিলেটের ভোটের ময়দানে তিনি কেন প্রচারণায় নেই / ? / তিনি কেন আওয়ামী লীগ করতে পারেন না / ? /

১৯/ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাহলুল মজনুন চুন্নুর আওয়ামীলীগে ঠাঁই হয়নি / কোথায় আছেন কেউ খবরও নেয় না /

২০/ সাবেক সভাপতি আবদুল মান্নান ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন কোনো রকমে দলে বেঁচে থাকলেও খ ম জাহাঙ্গীরের ঠাঁই নাই /

২১/ এই আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখ উজ্জ্বল করেছিলেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম / তাকেও আওয়ামী লীগ করতে দেওয়া হয়নি /

২২/ যে বিশ্বজিৎ নন্দী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করত গিয়ে ফাঁসিতে ঝুলতে গিয়েছিল ক্ষুদিরামের মতো এই দল তাকেও ঠাঁই দেয়নি / তার খোঁজও নেয় না / এই অভিশপ্ত আওয়ামী লীগ আপনারা কেউ করবেন না এটা ফজলুর রহমানের নিবেদন / এক সময়ের আওয়ামী লীগের রাজনীতির সাড়াজাগানো বক্তা সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান এখনো কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য / সম্প্রতি অনুষ্ঠিত চার সিটির নির্বাচনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার অনুরোধে সিলেটের বিজয়ী মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়েছিলেন / টানা ১০ দিন সিলেটে থেকে হেমিলনের বংশীবাদকের মতো তার বক্তৃতায় ভোটারদের মুগ্ধ করেছেন একের পর এক সভায় / প্রথম দিন বক্তৃতা দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ কেউ কেউ তার প্রতি কটাক্ষ করে তাকে আদর্শচ্যুত নীতিহীন রাজনীতিবিদ বলে বক্তৃতা করায় দ্বিতীয় দিন থেকে প্রচারণা শেষ হওয়ার আগ পর্যন্ত জবাবে তিনি একই বক্তৃতা করেছেন আরিফুল হক চৌধুরীর জন্য ভোট চেয়ে / মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ১৯৭৫ উত্তর দুঃসময়ে ছাত্রলীগের নেতা হিসেবে সারা দেশে শিক্ষাঙ্গন থেকে জেলা নগরে তার অনলবর্ষী আবেগ ও যুক্তিনির্ভর বক্তৃতায় ছাত্রছাত্রীদের ছাত্রলীগের পতাকাতলে টেনেছিলেন /

ঘরের ওয়াজেদ মিয়ার গল্প না হয় নাই বললাম / সবাই জানে / এরপরও আম্লিগে ভোট দেবেন / পরিনতি একটাই / নৌকাডুবি /

লিওনার্দো ডি ক্যাপ্রিও তুই কুনে / ? / আমার নৌকা ডুইবা যাইতাছেরে / ওই কেইট উইনসলেট তুই সর ভাতারি

ফেবুথেকে

বিষয়: বিবিধ

১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File