একবার যেতে দে না [ছবি সংগ্রহ-৪]

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২২ জানুয়ারি, ২০১৩, ০৮:৪৫:৪৫ রাত





একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়।



যেথায় কোকিল ডাকে কুহু,



দোয়েল ডাকে মুহু মুহু,



নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।



পিদিম জ্বালা সাঁঝের বেলা



শান বাঁধানো ঘাটে।



গল্প কথার পানশী ভিড়ে রূপ কাহিনীর বাটে।



মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়।



ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো ক্ষেতে।





মৌ মৌ মৌ গন্ধে যেথায় বাতাস থাকে মেতে।



মমতারই শিশিরগুলো জড়িয়ে থাকে পায়।

[গীতিকারঃ গাজী মাজহারুল আনওয়ার ]

ছবি সংগ্রহ-৩

বিষয়: বিবিধ

১৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File