গন্ধা
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২২ জানুয়ারি, ২০১৩, ০৮:৩৭:১২ রাত
রূপসীর আলতো আহ্বানে উটকো মন দ্বন্দ্বে
নিজেকে বিলিয়ে দেবার কালে হারিয়ে ফেলি;
নব নতুনের মাঝে আত্মবিস্মৃত স্কন্ধে
অবারিত শ্যামল মাঠের কোল ঘেঁষি
আপনাকে পাই সৌন্দর্যের সৌকর্যে।
এতে মন ওঠে উথলী উথলী,
অনুভবে জাগে সে মনহরি।
হয়ে উঠি হেন আত্মভুলি,
খেয়ালী।
-
হিয়ালী।
আজ হেয়ালীর খেলা খেলি।
মুক্ত সীমায় উড়ু উড়ু করি,
পোক্ত আবাসন করি পুষ্পকলি।
নৈমিত্তিক ভগ্ন দিবা স্বপ্নের মাঝে,
সে লেশহীন অকেশী তৎসমবেশী
আসে উদ্ধত সংকল্পে; আনে লুপ্ত সন্ধ্যে।
অজানাকে জেনে বুক ডুকরে; দু'আঁখি মেলি
ভরি নিত্য আশার বুলির মৃদু তীব্র সুগন্ধে।
বিষয়: সাহিত্য
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন