ছন্দে ছন্দে আল কুরআন -১২
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৪ এপ্রিল, ২০১৩, ১২:৫৬:৫৬ দুপুর
আশ্রয় চাই প্রভু
**********************
আশ্রয় চাই সেই সত্ত্বার
মহান রব যিনি,
আশ্রয় চাই মালিকের নিকট
আমার ইলাহ তিনি।
.
আশ্রয় চাই দয়াময় প্রভু
তার গোপন মন্ত্রণা হতে,
যে বারে বারে আসে সম্মুখে,
আসে পিছন দিক হতে।
.
কূমন্ত্রণা দেয় মানুষের মনে
ক্লান্তিহীন ভাবে,
( নিশ্চয়ই সে তোমার নিকট
কঠিন সাজা পাবে।)
.
হোক সে জ্বীন কিংবা মানুষ
হাল ছাড়েনা কভু,
এদের থেকে আশ্রয় দাও
হে দয়াময় প্রভু।
.
[সূরা আন নাস ]
.
বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাই।
পরম করুণাময় মেহেরবান আল্লাহ্র নামে শুরু করছি।
সূরার অর্থঃ
১.) বলো, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব,
২.) মানুষের বাদশাহ,
৩.) মানুষের প্রকৃত মাবুদের কাছে,
৪.) এমন প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে
৫.) যে বারবার ফিরে আসে, যে মানুষের মনে প্ররোচনা দান করে,
৬.) সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে।
সূরা আল ফালাক্ব এখানে
বিষয়: বিবিধ
১৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন