১০ বছর পরে শিরোনাম হতে পারে! (ভবিষ্যৎবাণী)
লিখেছেন লিখেছেন তেপান্তর ১৪ এপ্রিল, ২০১৩, ০১:০১:৩৮ দুপুর
১। ইলিশ মাছের দর কষাকষি করতে গিয়ে ৩ জন নিহত!
২। বাজারে ইলিশ কিনা নিয়ে ক্রেতাদের মাঝে সংঘর্ষে আহত ১৫, ৩ জনের অবস্থা আশন্কাজনক।
৩। পিতার আনা ৩ পিস ইলিশ খাওয়া নিয়ে ৪ ভাই বোনের মধ্যে হাতাহাতি, ২ জন আহত!
৪। বাজারে ইলিশ মাছ কিনতে না পেরে ২ ক্রেতার সুইসাইড!
৫। ইলিশ কিনতে না পারায় বিয়ে বিচ্ছেদ!
৬। বিয়েতে যৌতুক হিসেবে ইলিশ দাবি!
৭। সবছেয়ে দামি মাছ হিসেবে গিনেস বুকে নাম লিখালো বাংলার ইলিশ!
এবং
৮। ইন্ডিয়ায় অল্প দামে ইলিশ রপ্তানি করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ প্রদান করেছেন ইন্ডিয়ার সরকার!
(সংগৃহীত)
পুনচঃ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন