একটি যুদ্ধের প্রয়োজন ছিল
লিখেছেন লিখেছেন আক্কাস রফিক ১৪ এপ্রিল, ২০১৩, ০১:০৩:৩১ দুপুর
একটি যুদ্ধের প্রয়োজন ছিল
সেই যুদ্ধটা আজ চলছে
যুদ্ধের সেই দাবানলে আজ
গোটা দেশটাই জ্বলছে।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
সত্য-মিথ্যার যুদ্ধ।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
হক-বাতিলের যুদ্ধ।
লুটেরার দল মসনদে বসে
নিজেকে ভাবে ভগবান
চাটার দল চেটেপুটে খেয়ে
নিজেকে করে ভাগ্যবান।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
মানুষ-অমানুষের যুদ্ধ।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
সুর-অসুরের যুদ্ধ।
প্রথম যে যুদ্ধটি হয়েছিল
তা ছিল স্বাধীনতার যুদ্ধ
স্বাধীনতা পেয়েও মুক্তি আসেনি
মানুষ পায়নি তার অধিকার।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
অধিকার আদায়ের যুদ্ধ।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
দেশ রক্ষার যুদ্ধ।
স্বৈরাচারের নব রূপ দেখে
দেশের মানুষ চমকায়
শাসনের নামে শোষণ দেখে
সারা দুনিয়া থমকায়।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
শোষণ মিটাতে যুদ্ধ।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
অপশাসন হটাতে যুদ্ধ।
স্বাধীনতার চেতনার নামে
চায় ইসলামের ধ্বংস
রাজাকারমুক্ত করার নামে
চায় মুসলিম নির্বংশ।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ।
গরীব চাষা চাষ করে তবু
পায়না দু বেলা খেতে,
শ্রমিকের হাত খেটে দিন রাত
চায়না বেশী কিছু পেতে।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
বেঁচে থাকার তরে যুদ্ধ
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
সম অধিকারের যুদ্ধ।
ভাল শিক্ষকের মর্যাদা নেই
গুরু চন্ডাল নাচে ধেই ধেই
অপশিক্ষায় ভরে গেছে দেশ
শৃগাল নিয়েছে পন্ডিতের বেশ।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
সুশিক্ষার তরে যুদ্ধ
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
মর্যাদা আদায়ের যুদ্ধ।
স্বাধীনতার বিয়াল্লিশ বছরে
আসেনি মুক্তি বাংলার ঘরে ঘরে
এনেছে বিভক্তি এনেছে সংঘাত
নিরিহের উপর করিছে আঘাত।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
যুলম খতমের যুদ্ধ
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
মুক্তির লাগি যুদ্ধ।
হায়েনার দল হামলে পড়েছে
দিয়েছে মরণ কামড়
একাট্টা হয়েছে শয়তানের দল
ইসলামের দুশমন সব পামর।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
হবেনা শেষ যুদ্ধ।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
নিঃশেষে প্রাণ যুদ্ধ।
শির দেব, নাহি দেব শিরাস্ত্রাণ
আল্লাহকে ছাড়া নাহি ডরি কারেও
আমরা মুসলমান।
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন