অন্য চোখে - ৭
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৫ জানুয়ারি, ২০১৩, ০১:৪২:২৮ দুপুর
এখনো ভোরের আধেক বাকী
রাত জেগে আমি আকাশ দেখি
আমার সাথে আমি এখন একায় থাকি
আর আমি আকাশ দেখি
@
আমি এখন আকাশ দেখি
আর আমি ছবি আঁকি
হয়তো জীবনের সবই ফাঁকি
আমি তাই দ্বিধা আর দ্বন্দ্বে থাকি
@
আমার চোখে আমি শুধু
আকাশ দেখি আকাশ দেখি
আমার মনে রৌদ্র ছায়ার উকিঝুকি
এখনো ভোরের আধেক বাকি
বিষয়: সাহিত্য
৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন