শিক্ষকদের ওপর পাগলা কুকুরের ‘পিপার স্প্রে’ নিক্ষেপে সেকান্দার আলী স্যারের মৃত্যু: জাতির কাঁধে আবারো শিক্ষকের লাশ
লিখেছেন লিখেছেন হাসান ১৫ জানুয়ারি, ২০১৩, ০২:২৬:৫৩ দুপুর
শহীদ মিনারে পুলিশের মরিচের গুড়া মিশ্রিত টিয়ার স্প্রেতে অসুস্থ হওয়া পটুয়াখালীর এক মাদ্রাসা শিক্ষক মঙ্গলবার ভোর সাড়ে চারটায় মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন।
উল্লেখ্য আ.লীগ সরকারের হাতে গত বছরের মে মাসে নিয়মতান্ত্রিক উপায়ে নিজেদের মানবিক ও ন্যায়সংগত দাবিটুকু করতে গিয়ে লাশ হন জামালপুর জেলার মাদারগঞ্জের উত্তর চর ভাটিয়ানী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এমপিওর দাবিতে রাজধানীর ন্যাম ভবনে সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি দিতে যাওয়া আন্দোলনরত শিক্ষকদের মরিচের গুড়া মিশ্রিত টিয়ার স্প্রে ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ফলে ছত্রভঙ্গ শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় আমরণ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ এশারত আলী।
এছাড়াও গত বৃহস্পতিবার শহীদ মিনারে পুলিশের মরিচের গুড়া মিশ্রিত টিয়ার স্প্রেতে অসুস্থ হওয়া পটুয়াখালীর এক মাদ্রাসা শিক্ষক মঙ্গলবার ভোর সাড়ে চারটায় মারা গেছেন বলে অভিযোগ করেন তিনি।
এশারত আলী অভিযোগ করেনে, এমপিওর দাবিতে ঢাকায় আন্দোলন করতে এসেছিলেন নন-এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সেকান্দার আলী (আনুমানিক ৪৫)। তিনি জেলার দুমকি উপজেলার চড়বয়রা দাখিল বালিকা মাদ্রাসার শিক্ষক ছিলেন।
এশারত আলী বলেন, আন্দোলনের প্রথম দিন থেকেই তিনি সক্রিয় ছিলেন। গত বৃহস্পতিবার শহীদ মিনারে শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি পালন করার সময় পুলিশ সেখানে বাধা দেয়। শিক্ষকদের তাড়াতে পুলিশ মরিচের গুড়া মিশ্রিত টিয়ার স্প্রে মারে। সরাসরি নাক, মুখ এবং চোখে এ বিষাক্ত স্প্রে প্রবেশ করলে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন সেকান্দার আলী।
সংগঠনের সভাপতি জানান, তাৎক্ষণিকভাবে ঢাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বিকেলের দিকে আবারও অসুস্থ হয়ে পড়েন এ মাদ্রাসা শিক্ষক। বৃহস্পতিবারই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখান অবস্থার আরো অবনতি হয় তার। চিকিৎসকের স্মরণাপন্ন হয়েও বাঁচানো যায়নি সেকান্দার আরীকে। অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে চারটায় মৃত্যুবরণ করেন তিনি।
পুলিশের ছোড়া স্প্রের কারণেই সেকান্দার আলীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন এশারত।
আজকেও পাগলা কুকুরের ‘পিপার স্প্রে’ করা হলো শিক্ষকদের ওপর
আর্থিক কারণে এমপিওভুক্তি সম্ভব নয় : শিক্ষামন্ত্রী
মাননীয় শিক্ষামন্ত্রীর কথাটি অযৌক্তিক। যে দেশে এক হলমার্কের ৪০০০ কোটি টাকার দুর্নীতি হয়, সে মাসে মাত্র ২০ কোটি টাকা খরচ বাড়ানোর ক্ষমতা রাষ্ট্রের হবে না- এটি হাস্যকর। আন্দোলনকারী ১ লক্ষ শিক্ষকের দাবী অনুয়ায়ী ২০% বেতন হারে প্রতি শিক্ষককে ২০০০ টাকা করে বেতন দিলে সরকারের মাসে খরচ বাড়বে মাত্র ২০ কোটি টাকা।
জাতি গড়ার কারিগরদের ওপর বর্বরতার ভিডিওচিত্র
বি. দ্র. ‘দারুণ কষ্টের নির্বাক কারিগর এই বঞ্চিত শিক্ষক সমাজের দুঃখ ও দাবির কথা’ শোনার কি কেউ নেই? আপসোস্- জাতি গড়ার এই অসহায়, অভুক্ত ও মজলুম শিক্ষকদের পাশে তরুণ প্রজন্ম ও স্বাধীন মত প্রকাশের মাধ্যম সামাজিক মিডিয়াগুলোও নীরব! শুধুমাত্র আমার বর্ণমালা ব্লগ ছাড়া শিক্ষকদের চলমান আন্দোলনে একটি ব্লগও পাশে দাঁড়ায়নি।
বিষয়: বিবিধ
১৫০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন