মাত্র ৩টি গোলাপে এত সুখ স্বর্গীয়!

লিখেছেন লিখেছেন হাসান ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০০:৩০ রাত

কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মোড়ে মোড়ে ফুলের পসরা নিয়ে বসে রয়েছে একদিনের ফুল বিক্রেতারা। দাম অনেক বেশি হলেও ৩ জনের জন্য ৩টি গোলাপ কিনলাম। পথিমধ্যে মসজিদের জন্য সামান্য টাকা দিলে হুজুর অসম্ভব খুশি মনে প্রাণ খুলে দোয়া করতে লাগলো। বাসার এসে মা, ২ মাস বয়সী ছেলে ও বউকে ১টি করে গোলাপ হাতে দিলাম। মনে হলো তারা সবাই অসম্ভব খুশি হলো। আমি নিজেও অন্যরকম স্বর্গীয় একটা আনন্দ অনুভব করলাম। মনে হলো, অন্ধকারে থাকা কথিত যুগলরা বিয়ের আগে অপাত্রের প্রতি যা করে, তা যদি বিয়ের পরের জন্য রাখত তাহলে সমাজটা কতই না সুখের হতো।

১৪ ফেব্রুয়ারি পবিত্র জুমাবারের বরকতে মহান আল্লাহ বিশ্বপরিবারের সবার প্রতি রহম করুন। পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষের অবসান ঘটে সূদৃঢ় হোক ভালোবাসার বন্ধন। কর্পোরেট তথা দানবিক বিশ্বায়নের পরিবর্তে একটি মানবিক বিশ্বায়ন চাই।

'তোমরা সবাই মিলে আল্লাহর রুজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়োনা। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শত্রু। তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন। ফলে তাঁর অনুগ্রহ ও মেহেরবানীতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়ে ছিলে। আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন। এভাবেই আল্লাহ তাঁর নির্দশনসমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন। হয়তো এই নিদর্শনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে।' -(আল ইমরানঃ ১০৩)

বিষয়: বিবিধ

১৯০২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177120
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৮
হাসান লিখেছেন : * * * অবৈধ ও নপুংসক পিতার সহযোগিতায় ঐতিহাসিকভাবে লম্পট প্রতিবেশি কর্তৃক রূপসী মায়ের ক্রমাগত সতিত্বহরণে যে অবুঝ সন্তানদের ঘুম ভাঙ্গে না, অথচ প্রেমের দাবিতে সেই সন্তানেরা মিছিল করে!!!
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪১
130263
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মিছিল করেছে চতনার ঠেলায় ,
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৩
130264
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মিছিল করেছে চতনার ঠেলায় ,
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২৩
130298
তহুরা লিখেছেন :
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৩
130335
শেখের পোলা লিখেছেন : অনেকদিন পর সাদা বকের সন্ধান পেলাম৷ ধন্যবাদ৷
177126
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সংস্কৃতি আজ যেন অপসংস্কৃতিতে হারিয়ে যাচ্ছে ,আপনার প্রচেষ্টা আল্লাহ যেন কবুল করেন আর সমাজে সঠিক সংস্কৃতি চালু করার আমাদের তৌফিক দান করেন ,,,আমীন
177133
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক দিন পর আপনার ছোট্ট লিখাটি ভাল লাগল।
177153
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২৭
তহুরা লিখেছেন :
177164
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:০২
শিকারিমন লিখেছেন : ছোট্ট লিখা , কিন্তু সুন্দর পথ নির্দেশক ভাবনা।
ধন্যবাদ আপনাকে।
177196
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৫
শেখের পোলা লিখেছেন : অন্যদিন দিলে বোধহয় ভাল হত৷ কারণ যারা আপনাকে ফুল কিনতে ও হাতে নিয়ে রাস্তায় দেখেছে তারা চিন্তায় পড়ে গেছে হয়ত৷
177199
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৮
আইমান হামিদ লিখেছেন : অনুপ্রানিত হলাম ভাই Rose Rose Good Luck Good Luck
177289
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৭
বৃত্তের বাইরে লিখেছেন : ছোট্ট লেখায় সুন্দর ভাবনাগুলো। ভালো লাগলো Good Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File