প্রতিবাদ
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৬ আগস্ট, ২০১৬, ০৯:০৮:৩৪ রাত
বুনো হাতি বন ছেড়েছে
আসলো লোকালয়ে
সারা গাঁয়ের ঘুম কেড়েছে
রইলো ভীষণ ভয়ে।
ও পাড়াতেই ছিল রাতে
এ পাড়াতে আজ
ঠুনকোসব অজুহাতে
করছে গুটিবাজ।
রামপালে চুল্লি হলে
উজাড় হবে বন
যাবে কোথায় কোন জঙ্গলে?
ক্ষেপলো হাতির মন।
আসলো বাঘ, হরিণ, শেয়াল
সবাই একজোট
সম্পর্কের চাইনা দেয়াল
হোক গণভোট।
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উন্নয়নের জোয়াড় যখন যাচ্ছে বনান্চলে
মন্তব্য করতে লগইন করুন