মজার দিন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ আগস্ট, ২০১৬, ০৯:১৫:৩০ রাত
মজার ছিল শিশুকাল
চাকা ঠেলতে লাগতো ডাল।
চাকা যেতো দৌড়ে
সবাই বলতাম হুররে।
দিনের শেষে দিন এসেছে
কাজের চাপে শেকড় ভুলেছে।
বন্ধুরা সব হারিয়ে গেছে
শান্তির পায়রা উড়াল দিছে।
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"বন্ধুরা সব হারিয়ে গেছে
শান্তির পায়রা উড়াল দিছে"
খুব ভাল লাগল
ধন্যবাদ
এই খেলাটা কখনই খেলতে পারি নাই । আমাদের ওখানে চিকন লোহার এই চাকাগুলো লোহার চিকন শিক দিয়ে ঠেলা হত ।
কৈশোরকালই সবচেয়ে মজাদার
মন্তব্য করতে লগইন করুন