বন্ধু
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০১ আগস্ট, ২০১৬, ০৫:৫৭:১৭ বিকাল
নদীর মুখে বাঁধ দিয়েছো
মরি আমি ক্ষরায়
তোমার খেয়াল ট্রানজিটে আর
আমার বাঁচার লড়াই।
এ ভীষণ বাড়াবাড়ি
এ ভীষণ অন্যায়
শুকনো মৌসুমে গলেনা পানি
বর্ষায় মারো বন্যায়।
খুবতো বলো কথায় কথায়
আমার সাথেই আছো
মাতাল যারা ভিটা বেঁচে খায়
তাদের সাথেই নাচো।
বিষয়: বিবিধ
৮৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন