পরিবেশবান্ধব ও সুখী দেশের তালিকায় অষ্টম অবস্থানে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০১ আগস্ট, ২০১৬, ০৬:০১:০৭ সন্ধ্যা



বিশ্বে সুখী ও পরিবেশবান্ধব দেশের তালিকায় বাংলাদেশ অষ্টম। হ্যাপি প্ল্যানেট ইনডেক্সে-২০১৬ তে ১৪০ টি দেশের মধ্যে বাংলাদেশ এই স্থানে উঠে এসেছে। ব্রিটেন ভিত্তিক সংগঠন নিউ ইকোনমিকস ফাউন্ডেশন এই তালিকা গত শুক্রবার প্রকাশ করেছে। তালিকায় যুক্তরাষ্ট্র ১০৮, ভারত ৫০ এবং পাকিস্তান ৩৬ তম স্থানে আছে। তালিকায় বাংলাদেশের স্কোর ৩৮ দশমিক ৪। তালিকায় প্রথম কোস্টারিকা যার স্কোর ৪৪ দশমিক ৭। একটি দেশের নাগরিকদের সন্তুষ্টি, গড় আয়ু, পরিবেশের ওপর প্রভাব ও বৈষম্য- এই চার মানদণ্ড বিবেচনায় নিয়ে সুখী দেশের এই তালিকা তৈরি করা হয়েছে। গত ২৫ বছরে বাংলাদেশ মানব উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০১৪ সালে নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থানের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে ছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375746
০১ আগস্ট ২০১৬ রাত ১০:০৩
হতভাগা লিখেছেন : আমরা Champions of the Earth খেতাবপ্রাপ্ত হাসুবুর দেশের লোক । হাসুবুর কষ্টে এগিয়ে যাওয়া বাংলাদেশকে এই ডিসিপ্লিনে ১ম স্থানে দেখতে চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File