কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম কলেজ, বিএম কলেজে ভয়াবহ জঙ্গি হামলা: নিহত-১, গুলি-রামদার কোপে আহত শতাধিক, শত শত রাউন্ড গুলি বিনিময়, শীর্ষ জঙ্গি সংগঠন ছাত্রলীগের দায় স্বীকার, কোন গ্রেফতার নেই
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০১ আগস্ট, ২০১৬, ০৬:৩২:০২ সন্ধ্যা
শীর্ষ জঙ্গি সংগঠন ছাত্রলীগ গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম কলেজ এবং বরিশাল বিএম কলেজে ভয়াবহ হামলা চালিয়েছে। জঙ্গি লীগের মুর্হুমুহ গুলি বর্ষনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১জন ছাত্র নিহত হয়েছে। তার নাম খালিদ সাইফুল্লাহ, গুলি বর্ষন ছাড়াও জঙ্গিরা চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে শতাধিক ছাত্রকে আহত করে। জঙ্গি হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় অনিদ্রিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।
অপরদিকে একই জঙ্গি সংগঠন ছাত্রলীগের ভয়ংকর সন্ত্রাসীরা চট্রগ্রাম কলেজে হামলা চালায় এসময় পার্শ্ববর্তী মহসিন কলেজে ও চট্রগ্রাম কলেজে হামলা চলিয়ে গুলি করে শতাধিক ছাত্রকে আহত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ ১ জনের অবস্থা আশংকাজনক। তবে সংঘর্ষের কারণে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষার কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান জঙ্গিদের পৃষ্টপোষক হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী ও চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রদীপ চক্রবর্তী।
এদিকে জঙ্গিদের একটি গ্রুপ বরিশাল বিএম কলেজে কুপিয়ে আহত করে ৩ জনকে।
জয় বাংলা শ্লোগান দিয়ে কোপাতে থাকে একের পর এক
বরিশাল সরকারি বিএম কলেজে জঙ্গিলীগের এক পক্ষ অপর পক্ষের তিন কর্মীকে রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে।
রোববার রাত ১১টার দিকে এই হামলার সময় ক্যাম্পাসের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক মুসলিম হলের ২০৭ নম্বর কক্ষে ভাংচুরের ঘটনা ঘটে।
বিষয়: বিবিধ
৯২২২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসুবু ছাত্র লীগকে এই জঙ্গি হামলার বিরুদ্ধে জনগনের পাশে দাঁড়াতে বলেছেন । প্র্যাকটিস ম্যাচে বা নেটে প্র্যাকটিস করার সময় দেখা যায় যে কোন কোন খেলোয়াড় আঘাত প্রাপ্তও হয় । এটাই বুঝিয়ে দেয় যে প্র্যাকটিসটাকেও ওরা কতটা সিরিয়াসলি নিয়েছে ।
অতচ, ওদের কাছে কোন জিহাদী বই, কালো পোশাক,হাজী রুমাল পাওয়া যায়নি ! নিজদের মাঝে বন্দুক যুদ্বের সময় "আল্লাহু আকবার" শ্লোগান দেয় নাই! তাহলে ওদের কী জঙ্গি বলা যায়?
এই ব্যাপারে মাও ফরিদের ফতুয়া হতে পারে " ওরা যেহেতু মাদ্রাসা সিলেবাসের বই পড়ে না, তাই ওদের জঙ্গি বলা সম্পুর্ণ নাজায়েজ!!
ছাত্রলীগকে জঙ্গি বলা চরম অপমান। কারণ,ওরা আইএস, আনসারুল্লা হিন্দি টিমের চাইতে অনেক শক্তিশালী।... জয় বাংলা বলবেন না?
সংগ্রহীত।
মন্তব্য করতে লগইন করুন