ভুল ছিলনা

লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৫ মার্চ, ২০১৩, ০৮:১০:৩১ রাত



ভুল ছিলনা তোমার আমার পরিচয়

কিছুটা ভ্রান্ত আর কিছুটা উদভ্রান্ত সময়

@

ভুল ছিলনা তোমার আসা আবার চলে যাওয়া

ভুল ছিলনা তোমার পালে অন্য রকম হাওয়া

@

ভুল ছিলনা ভুল ছিলনা ভুল ছিলনা কিছুই

ভুল ছিলনা আপনি থেকে তুমি হয়ে তুই

@

ভুল ছিলনা ভুলটাকে ভুলভাবে বুঝা

ভুল ছিলনা অবশেষে ভাবলে আমায় বোঝা

@

ভুল ছিলনা ঠিক সময়ে ঠিক কাজটা করে

ভুল ছিলনা বললে বিদায় আবেগটাকে ঝেড়ে

@

ভুল ছিলনা ভুল থাকেনা সবই ঠিক আছে

ভুলটা কেবল মনটা আমার আজও তার কাছে

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File