স্রষ্টার নিদর্শন
লিখেছেন লিখেছেন তাহমিনা ১৫ মার্চ, ২০১৩, ০৮:০৯:২৮ রাত
আকাশের বিশালতার দিকে তাকাও,
নিজের মনকে পাবে সংকীর্ণতায় ঘেরা ।
বাতাসের পরশময় কোমলতাকে অনুভব করো,
নিজের মনকে পাবে কঠোরতায় ঘেরা ।
সূর্যের উজ্জ্বলতার দিকে তাকাও,
নিজের মনকে পাবে অন্ধকারাচ্ছন্নতায় ঘেরা ।
জমিনের উর্বরতার উপকারীতার দিকে তাকাও,
নিজের মনকে পাবে কাপর্ণ্যতায় ঘেরা ।
পাহাড়ের অটল উচ্চতার দিকে তাকাও,
নিজের মনকে পাবে দূর্বলতায় ঘেরা ।
রাতের আকাশের চাঁদের দিকে তাকাও,
নিজের মনকে পাবে রুক্ষতায় ঘেরা ।
বিশ্বমণ্ডলের স্রষ্টার সৃষ্টির দিকে তাকাও,
নিজের মধ্যে পাবে সেই স্রষ্টার নির্দশনে ঘেরা ।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন