# ইচ্ছে খোকার

লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩৫:২৯ সকাল



ছেলে আামর ডাক্তার হবে

বাবার ভীষণ বড়াই

মা চাইছে ইঞ্চিনিয়ার হোক

লাগল যেন লড়াই।

চাচার চাওয়া একটাই তা

হতে হবে জ্ঞানী

বলছে মামা ভাগনে আমার

বিজ্ঞানি হবে জানি।


খালা বলে কিরে খোকা

তোর ইচ্ছে কি?

ফুফু বলে ভাবটা দেখ

যেন মস্ত কবি।

সবার কথা শুনে খোকা

হাসে মিটি মিটি

ইচ্ছে আমার মানুষ হব

মেকি নয় খাটি।


বিষয়: বিবিধ

৯২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269772
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫১
কাহাফ লিখেছেন :
সবার মেকি চাওয়াকে ছুড়ে ফেলে 'খোকা'র আসলি ইচ্ছা 'খাটি মানুষ' হওয়ার প্রত্যয় কে সাধুবাদ অবশ্যই জানাতে হয়।
'অন্য চোখে২৯' কে ধন্যবাদ ও শুভেচ্ছা ....। Rose Rose Rose
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
213873
অন্য চোখে লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন কাহাফ ভাই
269777
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
ফেরারী মন লিখেছেন : ভালো লাগার অনুভূতি জানিয়ে গেলাম। Rose
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
213874
অন্য চোখে লিখেছেন : খুব করে ধন্যবাদ নেবেন
269804
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১১
আদি মানব লিখেছেন : ভালো
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
213875
অন্য চোখে লিখেছেন : ধন্যবাদ জানবেন আদি মানব
269811
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
মামুন লিখেছেন : খুব ভালো লাগলো গুরু!
আসলে আমরা সন্তানদের উপরে তাদের ইচ্ছেকে দমিয়ে আমাদের ইচ্ছেকে চাপিয়ে দিয়ে চাই। এটি অধিকাংশ ক্ষেত্রেই সঠিক পরিগণিত হয় না। প্রতিটি মানুষই নিজ ব্যক্তিস্বাতন্ত্র্য নিয়ে থাকে। সেখানে আমরা তাদেরকে ভালো-মন্দ দেখাতে পারি। কিন্তু জোর করে কিছু চাপাতে পারি না।
অনেক ভালো লেগেছে কবিতাটি।
অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Rose Thumbs Up Thumbs Up Rose Good Luck
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
213876
অন্য চোখে লিখেছেন : গুরুু খুব সুন্দর ব্যাখ্যাটা আপনি সঙযোজন করলেন তার জন্য ডাবল ধন্যবাদ
269855
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৫
আফরা লিখেছেন : সবার ইচ্ছা একজন খোকার একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় তাই খোকার ইচ্ছাই বাস্তবায়িত হোক ।
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
213877
অন্য চোখে লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন অাফরাপু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File