# ইচ্ছে খোকার
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩৫:২৯ সকাল
ছেলে আামর ডাক্তার হবে
বাবার ভীষণ বড়াই
মা চাইছে ইঞ্চিনিয়ার হোক
লাগল যেন লড়াই।
চাচার চাওয়া একটাই তা
হতে হবে জ্ঞানী
বলছে মামা ভাগনে আমার
বিজ্ঞানি হবে জানি।
খালা বলে কিরে খোকা
তোর ইচ্ছে কি?
ফুফু বলে ভাবটা দেখ
যেন মস্ত কবি।
সবার কথা শুনে খোকা
হাসে মিটি মিটি
ইচ্ছে আমার মানুষ হব
মেকি নয় খাটি।
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবার মেকি চাওয়াকে ছুড়ে ফেলে 'খোকা'র আসলি ইচ্ছা 'খাটি মানুষ' হওয়ার প্রত্যয় কে সাধুবাদ অবশ্যই জানাতে হয়।
'অন্য চোখে২৯' কে ধন্যবাদ ও শুভেচ্ছা ....।
আসলে আমরা সন্তানদের উপরে তাদের ইচ্ছেকে দমিয়ে আমাদের ইচ্ছেকে চাপিয়ে দিয়ে চাই। এটি অধিকাংশ ক্ষেত্রেই সঠিক পরিগণিত হয় না। প্রতিটি মানুষই নিজ ব্যক্তিস্বাতন্ত্র্য নিয়ে থাকে। সেখানে আমরা তাদেরকে ভালো-মন্দ দেখাতে পারি। কিন্তু জোর করে কিছু চাপাতে পারি না।
অনেক ভালো লেগেছে কবিতাটি।
অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন