গড়মিল
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৪৮:০৫ বিকাল
তুলতে গেলাম হাত
উঠে গেল পা
ধপাস করে আওয়াজ হল
যা হবার তা ।
বলতে গিয়ে হাউ আর ইউ
আসল মুখে লাভ ইউ!
পঠাস করে আওয়াজ হল
কি হল তা বুঝে নিও ।
খুলতে গেলাম বোতামটা
হাত গেল জিপারে
ভাগ্য ভাল কেউ ছিলনা
লোড শেডিং এর আঁধারে।
করতে গেলে একটা
হচ্ছে দেখি অন্য
এমন কেন হচ্ছে রোজ
খুঁজে ফিরি হন্য ।
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়ে গেল বন্য
পড়ে যেটুকু বুঝলাম
হয়েছি ভাই ধন্য।
মন্তব্য করতে লগইন করুন