মজার একটা ধাঁধাঁ
লিখেছেন লিখেছেন সাগরের ঢেউ ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৫২:১৮ বিকাল
শীতের সকালে এক লোক তার ৭ বছরের ছেলেকে পড়তে বসতে বলছে ।
ছেলে পড়তে না বলে মার্বেল নিয়ে উঠানে খেলা শুরু করে ।
বাবা এটা দেখে লাঠি নিয়ে পিটাতে আসে । এটা দেখে ছেলে দৌড় ।
ছেলের পিছন পিছন বাবাও দৌড়াচ্ছে ।
ছেলে দৌড়াতে দৌড়াতে দেখে সামনে একটা গোলাপ গাছ তার পাশে দাড়িয়ে আছে এক যাদুকর ।
ছেলে ঐ আমার বাবা আমাকে মারতে আসছে তুমি আমাকে বাচাঁও ।
তখন যাদুকর যাদু দিয়ে ছেলেকে গোলাপ গাছে গোলাপ ফুল বানিয়ে দিল।
বাবা এসে যাদুকরকে বল্ল তুমি আমার ছেলে কে কি করলে ,আমার ছেলেকে ফিরত দাও ?
যাদুকর বল্ল তোমার ছেলেকে আমি গোলাপ গাছে গোলাপ ফুল বানিয়েছি ,এই গাছে অনেক গোলাপ ফুলের মাঝে একটা হচ্ছে তোমার ছেলে ।
এখন তুমি একটাই ফুল ছিড়তে পারবে । আর সেটা যদি তোমার ছেলে হয় তাহলেই তুমি তোমার ছেলেকে ফিরে পাবে ।
লোকটা অনেক চিন্তা করে একটা ফুল তুলল আর ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেল ।
বলোন তো লোকটি কি ভাবে বুঝল কোনটি তার ছেলে ?
বিষয়: বিবিধ
১৭২৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন