দ্বীনের পাখি
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৭ জানুয়ারি, ২০১৪, ০২:১১:১৭ দুপুর
একটা পাখি রোজ সকালে ডেকে আমায় বলে
উঠো উঠো জেগে উঠো সময় যাচ্ছে চলে।
আবার যখন দুপুর বেলা ছিলাম কাজে মশগুলে
সেই পাখিটা আবার আসে ডাকে পেখম খুলে।
গড়িয়ে দুপুর বিকেল আসে ক্লান্ত শরীর মন
পাখি যায় গান শুনিয়ে জুড়ায় প্রাণ তখন।
সন্ধ্যে হল এবার পাখির ঘরে ফেরার পালা
পাখি তবু কিচির মিচির গান করে উতালা।
রাত এলে পাখি ডাকে চলো আর একবার
মনে প্রাণে ডেকে বলি আল্লা হু আকবার।
বিষয়: বিবিধ
১০৬৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সুখে থাকুন।
অনেক ধন্যবাদ।
মনে প্রাণে ডেকে বলি আল্লা হু আকবার।
মন্তব্য করতে লগইন করুন