মন যখন পঁচে যায়...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৭ জানুয়ারি, ২০১৪, ০২:০৫:১৩ দুপুর
মন যখন পঁচে যায়
সে বিচার প্রার্থীকে ঘৃনা করে
মজলুমকে ঘৃনা করে
সংস্কারককে ঘৃনা করে
সংস্কারকে ঘৃনা করে
তাত্ত্বিককে ঘৃনা করে
নতুনে ভ্রু কুচকায়
পরামর্শে বিরক্তি প্রকাশ করে
পরামর্শদানকারীকে শত্রু মনে করি।
তারা ধারনা অপবাদ দিয়ে নিজেকে নিরাপদ করতে চায়।
সমালোচনাতে আতঁকে উঠে সমালোচনাকারীর ধ্বংস চায়।
জেনে রেখ তুমি এটি বড় ঝড়ের পূর্ভাবাস ।
যার কাফফারা রক্তাক্ত কুরবানী
স্রষ্টার পক্ষ থেকে বেশীরভাগ পরীক্ষাই হাতের কামাই।
সে প্রেমিক সমালোচনাকারী তাই সে তোমাকে স্মরে তোমাকে বুঝে
তুমি বুঝনি তার মানে এই নয় প্রেমিক সমালোচনাকারীও বুঝেনি।
আজ সমালোচনাকারী মাথা কুটে মরে তবুও তোমার অন্তর মুখ ফিরিয়ে নিয়েছে
কাল তুমি মাথা কুটে মরবে জাতি তোমার দিকে তাকাবে নির্মম করুন চাহনীতে
ভ্রুক্ষেপ করে ভালবাসবেনা তোমায়
কেউ মনে করবে পরীক্ষা কেহ মনে করবে এই তোমার অবধারিত শাস্তি।
হয়ত মজলুমের কোন বাহুশক্তি নেই ...নেই কোন সাক্ষী।
কিন্তু মজলুম চোখের পানি ফেলেছে প্রতিরাতে।
অনেক নিয়ম মানুষেরই তৈরী হয়ত তা কুরআন বিরোধী নয়
কিন্তু একটু ভাল নিয়মের প্রস্তাব তোমার দরজায় যখন এসে উপস্থিত হয়
তখন সে নিয়ম মানাই তোমার জন্যে বাধ্যতামূলক।
এটাই সভ্যতার স্বাভাবিকতা যা না মানাই সভ্যতা বিধ্বংসী মজলুম মানবতার আক্ষেপ।
কর্তৃপক্ষ!!!
তোমাকে কে কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে?
তুমি তো তোমাকেই নিয়োগ দিয়েছ স্রষ্টা নয়।
হে স্বঘোষিত "উলিলআমর"
যেখানে যে মনিমুক্তা পাওয়া যাবে সংগ্রহ করে রাখার দায় তোমারই।
মনিমুক্তা ধারনকারীর দায় হল মনিমুক্তার অবস্থান ঘোষনা করা।
পৃথিবীর মানুষই মাজলিসে শুরা
পৃথিবীর সব মুসলমানই ভাল মাজলিসে শুরা
সবার তরে হোক আমাদের কথা বলা আমাদের ভাল কামনা
কারন স্রষ্টা কাউকে পর মনে করেনি।
কি নেবে বেচে?
মনিমুক্তা ? না রক্তাক্ত কাফফারা বা টর্নেডোর আঘাতে ক্ষত বিক্ষত আবাদী জমি?
অথচ সে ঈমানদার নয় যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম নয়।
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লেগেছে, অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন