শরৎ মেঘ (একটা অনু গল্প লেখার চেষ্টা)

লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৩ জানুয়ারি, ২০১৪, ১১:০৭:৪৬ রাত



বিয়ের পর মেয়েরা খুব ঘন ঘন বাবার বাড়ী আসতে চায়, আসলে আবার অনেকদিন থেকে যেতে চায়, দোটানায় ও ভোগে খুব, স্বামীকে যখন ফিল করে আর ভাবে বেচারা কি করছে, কি খাচ্ছে, সকালে কিছু না খেয়ে অপিস চলে যাচ্ছে নাতো! আর অন্য রকম একটা মায়াবী টান সেটাতো প্রতিনিয়তই অনুভব করে।

অন্তু একা শুয়ে শুয়ে টিভি দেখছিল, বউ নেই একা একা লাগছে খুব, চ্যানেল গুলো একে একে চেইন্জ করে দেখছে কিন্তু কোনটাতেই তার মন বসছেনা, নাটক এর চাইতে গানের দিকেই খুব ঝোক অন্তুর, আজকে গানও ভাল লাগছেনা, মোবাইলে একটা ম্যাসেজ এসেছিল খানিক্ষণ আগে, বউ পাঠিয়েছে নিশ্চয় এখনো দেখা হয়নি

"তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব, দেখা করা যাবে?"

মিথিলা প্রতি বছর একবার আসে দেশে, থাকা হয় মধ্যপ্রাচ্য দুবাইতে, সেখানে ওর হাজব্যান্ড এর ব্যাবসা আছে, মিথিলার একটা ফুটফুটে মেয়ে আছে নাম বর্ণমালা, ক্লাস ফোর এ পড়ে, দুবাইতে যদিও বাংলাদেশী স্কুল আছে তবুও বর্ণমালাকে একটা ইন্ডিয়ান স্কুলে ভর্তি করা হয়েছে, মিথিলার হাজব্যান্ড বাংলাদেশী স্কুল এর প্রতি খুব একটা আস্থা রাখতে পারছিলনা তাই ইন্ডিয়ান স্কুলে ভর্তি করাল মেয়েকে, মেয়ের স্কুলে গ্রীষ্মের ছুটি দিলে মিথিলা প্রতি বছর দেশ থেকে ঘুরে যায় মাস খানেক এর জন্য

খাবার অর্ডার দেয়া হয়েছে, স্যুপ এর বাটি টেনে নিল দুজনে নিজেদেরটা, তাদের মনে সেই আগের মতো বুক কাঁপানো টানগুলো নেই, দুজনেই সংসার করে সুখী, অতীত বিষয়টাকে তারা খুব একটা প্রশ্রয় দেয় তা কিন্তু না, সেটা এমন একটা বিষয় চাইলেই ভুলা যায়না, তবে খুব একটা নাড়াচড়া না করাটাই মংগল বলে মনে করে তারা দু'জনই, মিথিলা গতবারও যখন দেশে এসেছিল অন্তুর সাথে দেখা করেছিল, সেটা ছিল বিয়ের পর তাদের প্রথম দেখা, আর আজকের দেখা করাটা দ্বিতীয় বারের মতো

হঠাৎ করেই মিথিলার বিয়ে হয়ে গিয়েছিল, ষ্টুডেন্ট থাকা অবস্থায়, অন্তুর তখন প্রতিরোধ করার উপায় ছিলনা, আর মিথিলাও বুঝতে পারছিলনা কি করা উচিত, অভিভাবকদের সাথে সংগ্রামে যাবার উপকরণ বা অবস্থা মিথিলার ছিলনা তখন, খুব কষ্ট পেয়েছিল উভয়ই তবুও তারা বাস্তবতাকে মেনে নিয়ে নতুন করে শুরু করেছে, আবেগে ভাসিয়ে দেয়নি নিজেদের

-তোমার বউকে দেখাবেনা?

না, দেখনা, আমিতো দেখতে চাইনি তোমার স্বামীকে

-অন্তত ছবি দেখাও, মোবাইলে ছবি নেই?

আছে তবে দেখাতে মন চাইছেনা

-খুব সুন্দর বুঝি?

হুম, খুব কিনা জানিনা, তবে আমার ভালই লাগে

-আমার চাইতেও?

ওরকম করে দেখা হয়নি কখনো, তুমি তোমার মতো সুন্দর সে তার মতো, কম্পেয়ার করা হয়নি, করা অবশ্য উচিতও হবেনা

-আমার যে খুব দেখতে ইচ্ছে করছে, পৃথিবীর সব চাইতে ভাল স্বামীটার সংসার করছে সে, কিছুটা হিংসাও আছে

তাই! পৃথিবীর সবচাইতে ভাল স্বামীটা তুমি গ্রহণ করলেনা, পচাটা কেন বেছে নিলে?

-হয়তো তোমাকে ঠকাতে চাইনি বলে

নাকি ঠকতে চাওনি বলে?

-তোমার সাথে কথায় পারবনা, হার মানলাম, বাচ্চা কখন নেবে ঠিক করেছ?

মাত্র তো বিয়ে করলাম, যাকনা একটু সময়, তাছাড়া সে এখনো পড়ছে, সামনে মাষ্টার্স পরীক্ষা, এখন ঝামেলায় ফেলতে চাইনা

-তুমি কি জান তোমার ছেলে হবে

কেন তোমার মেয়ে হয়েছে বলে?

-জানিনা, তবে আমার মনে হচ্ছে তোমার ছেলে হবে

লাব কি তাতে, তোমার মেয়ের বয়েস আমার ছেলের চাইতে বেশী হয়ে যাবেনা?

- আমার যে আর একটা মেয়ে হবেনা সেটা কি করে বলি হা হা হা

অন্তুর একাকিত্বের দিন ফুরাল, বউ ফিরে এসেছে

এই শোন একটা সুখবর আছে, মিষ্টি খাওয়াতে হবে, আই এ্যাম ইন এসপেক্টেট...

অন্তুর মুখে হাসির প্রচ্ছন্ন একটা রেখা দেখা দিল, আর মনে মনে হিসেব মিলাচ্ছিল, আমরাতো এখন সন্তান চাইনি, বউ ঘনঘন বাবার বাড়ি যেতে চায় কেন, এমন নানান মেঘের আনাগোনা সেই হাসিটা কিছুটা ম্লান করে দেবার চেষ্টা করছিল

বিষয়: বিবিধ

২৪১১ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166503
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৬
বিন হারুন লিখেছেন : যে যেমন বেশির ক্ষেত্রে তার জন্য তেমনই মিলে. ভাল লাগল.
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৬
120637
অন্য চোখে লিখেছেন : ব্যাপারটা একটু ভিন্ন ছিল আমার কাছে, অবশ্য যেহেতু গল্প তাই ভিন্ন জনের কাছে ভিন্ন মনে হতে পারে, এখাবে ওয়াইফ এর কোন ভুমিকা আসলে ছিলনা, হাজব্যান্ড এর সন্দেহটায় উপজীব্য
166516
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৩
আফরা লিখেছেন : মানুষের মন খুবই সন্দেহপ্রবন ।গল্প ভাল হয়েছে ধন্যবাদ ।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৭
120638
অন্য চোখে লিখেছেন : ধন্যবাদ আপনাকে আমি এই ব্যাপারটাই বুঝাতে চেয়েছিলাম
166534
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৬
লেলিন লিখেছেন : ভাল লাগলো ।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৭
120639
অন্য চোখে লিখেছেন : ধন্যবাদ জানবেনGood Luck
166537
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৪
ধ্রুব নীল লিখেছেন : গল্প ভাল হয়েছ। অনেক ধন্যবাদ ।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৭
120640
অন্য চোখে লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল
166557
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:২১
আবু তাহের মিয়াজী লিখেছেন : কবি সাবের গল্প পতো খুব ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৭
120641
অন্য চোখে লিখেছেন : জি স্যার ধন্যবাদ রইল
166561
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:৩২
বৃত্তের বাইরে লিখেছেন : অনু গল্প লেখার চেষ্টা করে ভাল হয়েছে। অল্প সময়ে বড় গল্প পড়ে শেষ করা যায়না। ভাল লাগলো গল্পটা Rose Good Luck
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০০
120642
অন্য চোখে লিখেছেন : ব্যাপার হল খুব সুন্দর একটা অনুগল্প পড়লাম কিছুদিন আগে এত ভাল লেগেছে যে লিখতে মন চাইল আমারও, আজকে সারাদিন কিছু অনুগল্প এর উপর চোখ বোলালাম তারপর বিসমিল্লাহ বলে লিখায় হাত দিলাম, খুব ভাল হয়নি তবে আমি তৃপ্ত, ইন্টার এর পর আমি একবার খুব চেষ্টা করেছিলাম একটা গল্প লিখার কিন্তু পারিনি, আজকে পারলাম সেই তৃপ্তি
166588
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০১
শিকারিমন লিখেছেন : বুজা গেল বেপারটা , ঘন ঘন বাপের বাড়িতে যেতে দেয়া যাবেনা !!
জেনে রাখলাম। ধন্যবাদ আপনাকে।
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৮
120775
অন্য চোখে লিখেছেন : হায় হায় প্যাচকি লাগল দেখি
166599
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:১৭
জবলুল হক লিখেছেন : যে যেমন তার পৃথিবীটাও তেমন।ভালো লাগলো গল্প পড়ে।
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৮
120776
অন্য চোখে লিখেছেন : ধন্যবাদ রাই জবলুল হক ভাই
166626
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪২
সাইদ লিখেছেন : অনেক ভালো লাগলো।
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৮
120777
অন্য চোখে লিখেছেন : খুব করে ধন্যবাদ সাইদ ভাই
১০
166639
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৬
আলোকিত ভোর লিখেছেন : শুধুই সন্দেহ!!!
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৯
120778
অন্য চোখে লিখেছেন : জি হালকা সন্দেহ, শরত মেঘ বেশীক্ষণ থাকবেনা ফাকে সূর্য হাসবেই
১১
166988
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৬
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হুমম, যে নিজে অবিশ্বস্ত সে নিজের বিশ্বস্ত সঙ্গীকেও বিশ্বাস করতে পারেনা Thinking Thinking Thinking
সুন্দরভাবে তুলে ধরেছেন, অভিনন্দন Rose Rose Rose Rose Rose Rose Rose
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫২
121182
অন্য চোখে লিখেছেন : যাক আপুর সার্টিফিকেট পাওয়া গেল তাহলে অনু না হলেও গল্প হয়েছে বলা চলে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File