জীবন থেকে নেয়া।
লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ২৩ জানুয়ারি, ২০১৪, ১১:১১:৩৮ রাত
গত তিনদিন আগের ঘটনা।আমি তখন একটি সামজিক ওয়েবসাইটের অনলাইনে।হটাৎ একটা Friend request আসলো। ছবি দেখে বুঝলাম আমারই এক ছোট বোন।Request accept করার পর মেসেজ আসল: ঘুম... (ছোটবোনের এমন আবেগী ডাক মানে:"মহাবিপদ সংকেত" সে কোন কান্ড ঘটিয়ে বিপদে পড়েছে)
আমার Reply: হুম! বল কি হয়েছে? ৪ টা লিংক পাঠালো সে। বলল,এগুলো দেখ। আমি লিংকগুলো ওপেন করার সাথে সাথে যেন কারেন্টে শক খেলাম। কেউ একজন ওর নামে চারটা নতুন আইডি ক্রিয়েট করেছে প্রোফাইলে ওর জমকালো একটা ছবি দেয়া আর প্রোফাইল ইনফো_তে ওর সম্পর্কে খুব অশ্লীল-কুরূচীপূর্ণ তথ্য দেয়া।
মেসেজ এল: ঘুম দেখছ?
আমি বললাম: হুম!কে করল? কিভাবে হল এসব?
উত্তর পেলাম:কিছু বাজে ছেলে আমার ফ্রেন্ড লিস্টে ছিল।ওরা আমাকে খারাপ খারাপ মেসেজ পাঠাতো,ছবিতে কমেন্ট করত। এটা নিয়ে একটা ছেলের সাথে খুব ঝগড়া হয়, আমি ওকে ব্লক করার পর দেখি ও আমার ছবি দিয়ে এসব আইডি ক্রিয়েট করছে আর আমার ফ্রেন্ডদেরকে আমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলছে।
আমি:আচ্ছা তোকে না আমি এমন বিষয়ে আগেই সতর্ক করেছিলাম? মানা করছিলাম এভাবে নিজের ছবি আপলোড করিসনা, অপরিচিতদের ফ্রেন্ড লিস্টে রাখিসনা কারণ পরে বিপদে পরবি_কি তাইনা?
উত্তর: হুম! করছিলা তো।
আমি : কিন্তু ভাল লাগেনি আমার কথা তাই শুনিশনি।"তোর অনেক অনেক ফ্রেন্ড লাগবে,তোকে নেট কুইন হতে হবে,ছবিতে শত শত লাইক,কমেন্ট পড়বে।"এমনই তো আশা করতি তো এখন খারাপ কি হল? নেট কুইন হতে চেয়েছিলি অথচ তোকে তো রীতিমত সানি লিউন বানিয়ে দিয়েছে। তোর তো খুশি হওয়া উচিত।
ও রেগে গিয়ে বলল: ঘুম!! জানোয়ারগুলোর মুখ আগুনে পুড়ুক।
উত্তরে বললাম:দূর্বল মানুষের শেষ অস্ত্র গালি আর অভিশাপ।প্রতিউত্তর: হুম ! বুচ্ছিতো এখন কি করব বল?
উত্তর দিলাম : আলরেডি আমি আইডিগুলোর against এ রিপোর্ট করে দিয়েছি। এটা কি তোর নিউ আইডি?
উত্তর: হ্যা!
প্রশ্ন করলাম: নতুন আইডিতেও ছবি কেন?
তার প্রতিউত্তর: ছবি না থাকলে তুমি আমারে চিনতা নাকি? আর এই আইডির ফ্রেন্ড লিস্টে আমার কোন শত্রু নাই।
আমি: চাপা মারা তো ভালই শিখে গেছিস।শত্রু আজ নাই কাল ঠিকই হবে। এই ছবিও তুই রিমুভ করবি ওকে?
ওর মন্তব্য : ঘুম ছবি দিতে ভাল লাগে তাই দিছিলাম।
আমি: তো কেউ সানি লিউন বানালে রাগিস কেন?
শান্তস্বরে উত্তর : হুম! তুমি সবসময় ঠিকই বল।
আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরেই দেখলাম ও সব ছবি রিমুভ করে দিয়েছে। উপরের সত্য ঘটনাটা কোন বিচ্ছিন্ন সুখপাঠ্য না, বরং প্রতিনিয়ত এমন ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটে চলেছে। প্রতিদিন ফেসবুক,টুইটার,স্কাইপে,নিমবাজ, ভাইবার, লাইন এমন অনেক সামাজিক সাইটগুলো থেকে মেয়েদের ছবি-ভিডিও চুরি হয়। কিছু দুঃচরিত্র ছেলে সুন্দর কোন মেয়ের ছবি ব্যাবহার করে শত শত ফেক আইডি চালায়। প্রতিনিয়ত অনেক মেয়ের অজান্তেই ফেসবুকের তথাকথিত "১৮+ পেজ" বা ভারতীয় পর্নোসাইট গুলোতে তারই ছবি-ভিডিও আপলোড হচ্ছে। অভিজ্ঞতা থেকেই বলছি মেয়েদের এসব ছবি-ভিডিও তার পরিচিত ঘনিষ্ঠজনদের হাত ধরেই এত দূরে এসে পৌছায়। ক্লাসমেট ছেলে বন্ধু, অতি মডার্ণ বান্ধবী, বয়ফ্রেন্ড,ফেসবুক বন্ধুরাই এসব ছবি-ভিডিও পৌছে দেয় শয়তানদের কারখানায়। গত বছরদুয়েক আগেই একটা প্রাইভেট ইউনিভার্সিটির এক মেয়ে আত্নহত্যা করে। কারণ তার ঘনিষ্ঠ বান্ধবী তার বাথরুমের দৃশ্য মোবাইলে ভিডিও করে তা মোবাইলের ব্লুটুথের মাধ্যমে বন্ধু মহলে ছড়িয়ে দেয়। পরে একহাত-দুহাত করে পুরো ভার্সিটিতে ছড়িয়ে যায়। যাইহোক,কিন্তু এত কিছুর পরেও যদি কোন মেয়ে নেটকুইন হতে চায়, শিলা-মুন্নীর সেকেন্ড ইন কমান্ড হতে চায় সেক্ষেত্রে আমার মত মধ্যযুগীয়,বর্বর পাবলিকের কিইবা করার আছে? কিন্তু হে নারী! তুমি যদি নিজেকে মুসলিম বলে দাবি কর তখন অধিকার নিয়ে বলব: হে আমার দ্বীনি বোন! তুমি খুশি হচ্ছ কারণ ওরা তোমাকে সুন্দরী বলছে,সৌন্দর্যের প্রসংসা করছে। কিন্তু আমি তো ওদের চোখের ভাষা পড়তে পারি। হে আমার বোন! ওরা আসলে তোমাকে ভোগ করতে চায়। বলতে পারেনা বলে তোমার রূপের প্রসংসা করে। ওরা তোমাকে হট,কুইন উপাধীতে ভূসিত কেন করে জান?কারণ ওরা তোমাকে উলঙ্গ করে স্পর্শ করতে চায় কিন্তু স্পর্শ করতে পারছেনা বলে তোমাকে চোখের দৃষ্টি দিয়ে ধর্ষণ করছে। তাই ওদের চোখে তুমি হট,তুমি কুইন। তুমি কবে বুঝবে বোন?ও আমার বোন! আল্লাহকে ভয় কর।ওরা নিজেরাই তো অভিশপ্ত ওরা তোমাকে কিভাবে সন্মানিত করবে?
বিষয়: বিবিধ
৩৯৩৪ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রবাদে বলে:
বুঝিয়া করিও কাজ, করিয়া বুঝিও না।
তাই সবার সাবধান হওয়া উচিৎ।
ভালো লিখনী আপনার।
ধন্যবাদ
একটা ঘটনা শেয়ার করি:
আমার বন্ধুর পিসিতে একদিন বসেছিলাম দেশের বাড়িতে। তো ওর ডিজিটাল স্টুডিওর পিসি তেই কাজ করতে বসলাম। দেখলাম ওর একটা ফোলডারে হাজারো মেয়ের ছবি। তাও আবার বাংলাদেশের মেয়েদের এবং ছবি গুলো দেখেই মনে হচ্ছিল সাধারন গ্রামের উঠতি মেয়েরা।
ওকে জিগ্গাসা করলাম এই গুলো কোথায় পাইছিস?
উত্তর দিলো ফেসবুক থেকে সংগ্রহ করা।
আশ্চর্যের বিষয় হল সে এই ছবি গুলো মানুষকে মোবাইলে আপলোড করে দেয়।
জানিনা কোন বোনের ছবি এভাবে সবার হাতে, যুবকদের চোখের খোরাক হচ্ছে।
আল্লাহ আমাদেরকে এই জেনা থেকে মুক্ত করুন আমিন।
আবারো ধন্যবাদ আপনাকে।
ফেবুতে ছবি দেয়ায় ভয়ঙ্কর পরিনতির শিকার ভারতের এই মেয়েটি।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন