জীবন থেকে নেয়া।

লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ২৩ জানুয়ারি, ২০১৪, ১১:১১:৩৮ রাত

গত তিনদিন আগের ঘটনা।আমি তখন একটি সামজিক ওয়েবসাইটের অনলাইনে।হটাৎ একটা Friend request আসলো। ছবি দেখে বুঝলাম আমারই এক ছোট বোন।Request accept করার পর মেসেজ আসল: ঘুম... (ছোটবোনের এমন আবেগী ডাক মানে:"মহাবিপদ সংকেত" সে কোন কান্ড ঘটিয়ে বিপদে পড়েছে)

আমার Reply: হুম! বল কি হয়েছে? ৪ টা লিংক পাঠালো সে। বলল,এগুলো দেখ। আমি লিংকগুলো ওপেন করার সাথে সাথে যেন কারেন্টে শক খেলাম। কেউ একজন ওর নামে চারটা নতুন আইডি ক্রিয়েট করেছে প্রোফাইলে ওর জমকালো একটা ছবি দেয়া আর প্রোফাইল ইনফো_তে ওর সম্পর্কে খুব অশ্লীল-কুরূচীপূর্ণ তথ্য দেয়া।

মেসেজ এল: ঘুম দেখছ?

আমি বললাম: হুম!কে করল? কিভাবে হল এসব?

উত্তর পেলাম:কিছু বাজে ছেলে আমার ফ্রেন্ড লিস্টে ছিল।ওরা আমাকে খারাপ খারাপ মেসেজ পাঠাতো,ছবিতে কমেন্ট করত। এটা নিয়ে একটা ছেলের সাথে খুব ঝগড়া হয়, আমি ওকে ব্লক করার পর দেখি ও আমার ছবি দিয়ে এসব আইডি ক্রিয়েট করছে আর আমার ফ্রেন্ডদেরকে আমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলছে।

আমি:আচ্ছা তোকে না আমি এমন বিষয়ে আগেই সতর্ক করেছিলাম? মানা করছিলাম এভাবে নিজের ছবি আপলোড করিসনা, অপরিচিতদের ফ্রেন্ড লিস্টে রাখিসনা কারণ পরে বিপদে পরবি_কি তাইনা?

উত্তর: হুম! করছিলা তো।

আমি : কিন্তু ভাল লাগেনি আমার কথা তাই শুনিশনি।"তোর অনেক অনেক ফ্রেন্ড লাগবে,তোকে নেট কুইন হতে হবে,ছবিতে শত শত লাইক,কমেন্ট পড়বে।"এমনই তো আশা করতি তো এখন খারাপ কি হল? নেট কুইন হতে চেয়েছিলি অথচ তোকে তো রীতিমত সানি লিউন বানিয়ে দিয়েছে। তোর তো খুশি হওয়া উচিত।

ও রেগে গিয়ে বলল: ঘুম!! জানোয়ারগুলোর মুখ আগুনে পুড়ুক।

উত্তরে বললাম:দূর্বল মানুষের শেষ অস্ত্র গালি আর অভিশাপ।প্রতিউত্তর: হুম ! বুচ্ছিতো এখন কি করব বল?

উত্তর দিলাম : আলরেডি আমি আইডিগুলোর against এ রিপোর্ট করে দিয়েছি। এটা কি তোর নিউ আইডি?

উত্তর: হ্যা!

প্রশ্ন করলাম: নতুন আইডিতেও ছবি কেন?

তার প্রতিউত্তর: ছবি না থাকলে তুমি আমারে চিনতা নাকি? আর এই আইডির ফ্রেন্ড লিস্টে আমার কোন শত্রু নাই।

আমি: চাপা মারা তো ভালই শিখে গেছিস।শত্রু আজ নাই কাল ঠিকই হবে। এই ছবিও তুই রিমুভ করবি ওকে?

ওর মন্তব্য : ঘুম ছবি দিতে ভাল লাগে তাই দিছিলাম।

আমি: তো কেউ সানি লিউন বানালে রাগিস কেন?

শান্তস্বরে উত্তর : হুম! তুমি সবসময় ঠিকই বল।

আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরেই দেখলাম ও সব ছবি রিমুভ করে দিয়েছে। উপরের সত্য ঘটনাটা কোন বিচ্ছিন্ন সুখপাঠ্য না, বরং প্রতিনিয়ত এমন ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটে চলেছে। প্রতিদিন ফেসবুক,টুইটার,স্কাইপে,নিমবাজ, ভাইবার, লাইন এমন অনেক সামাজিক সাইটগুলো থেকে মেয়েদের ছবি-ভিডিও চুরি হয়। কিছু দুঃচরিত্র ছেলে সুন্দর কোন মেয়ের ছবি ব্যাবহার করে শত শত ফেক আইডি চালায়। প্রতিনিয়ত অনেক মেয়ের অজান্তেই ফেসবুকের তথাকথিত "১৮+ পেজ" বা ভারতীয় পর্নোসাইট গুলোতে তারই ছবি-ভিডিও আপলোড হচ্ছে। অভিজ্ঞতা থেকেই বলছি মেয়েদের এসব ছবি-ভিডিও তার পরিচিত ঘনিষ্ঠজনদের হাত ধরেই এত দূরে এসে পৌছায়। ক্লাসমেট ছেলে বন্ধু, অতি মডার্ণ বান্ধবী, বয়ফ্রেন্ড,ফেসবুক বন্ধুরাই এসব ছবি-ভিডিও পৌছে দেয় শয়তানদের কারখানায়। গত বছরদুয়েক আগেই একটা প্রাইভেট ইউনিভার্সিটির এক মেয়ে আত্নহত্যা করে। কারণ তার ঘনিষ্ঠ বান্ধবী তার বাথরুমের দৃশ্য মোবাইলে ভিডিও করে তা মোবাইলের ব্লুটুথের মাধ্যমে বন্ধু মহলে ছড়িয়ে দেয়। পরে একহাত-দুহাত করে পুরো ভার্সিটিতে ছড়িয়ে যায়। যাইহোক,কিন্তু এত কিছুর পরেও যদি কোন মেয়ে নেটকুইন হতে চায়, শিলা-মুন্নীর সেকেন্ড ইন কমান্ড হতে চায় সেক্ষেত্রে আমার মত মধ্যযুগীয়,বর্বর পাবলিকের কিইবা করার আছে? কিন্তু হে নারী! তুমি যদি নিজেকে মুসলিম বলে দাবি কর তখন অধিকার নিয়ে বলব: হে আমার দ্বীনি বোন! তুমি খুশি হচ্ছ কারণ ওরা তোমাকে সুন্দরী বলছে,সৌন্দর্যের প্রসংসা করছে। কিন্তু আমি তো ওদের চোখের ভাষা পড়তে পারি। হে আমার বোন! ওরা আসলে তোমাকে ভোগ করতে চায়। বলতে পারেনা বলে তোমার রূপের প্রসংসা করে। ওরা তোমাকে হট,কুইন উপাধীতে ভূসিত কেন করে জান?কারণ ওরা তোমাকে উলঙ্গ করে স্পর্শ করতে চায় কিন্তু স্পর্শ করতে পারছেনা বলে তোমাকে চোখের দৃষ্টি দিয়ে ধর্ষণ করছে। তাই ওদের চোখে তুমি হট,তুমি কুইন। তুমি কবে বুঝবে বোন?ও আমার বোন! আল্লাহকে ভয় কর।ওরা নিজেরাই তো অভিশপ্ত ওরা তোমাকে কিভাবে সন্মানিত করবে?

বিষয়: বিবিধ

৩৯৩৪ বার পঠিত, ৫০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166500
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৭
প্রিন্সিপাল লিখেছেন : সতর্কতা মূলক পোষ্ট দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
প্রবাদে বলে:
বুঝিয়া করিও কাজ, করিয়া বুঝিও না।
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৩
120745
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : একদম সঠিক কথাটিই বলেছেন ভাইয়া। বাংলাদেশে আবারো টুডে ব্লগ ব্লক করা হয়েছে তাই অনেক কষ্টে প্রক্সি দিয়ে ঢুকলাম।
166511
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৪
120746
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া।
166519
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:১৪
ধ্রুব নীল লিখেছেন : সামাজিক যোগাযোগের খেত্রেও মাহরাম সম্পর্ককে গুরুত্ব দেয়া উচিত। অনেক ধন্যবাদ
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৬
120747
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমাদের নারীদের পশ্চিমা আর ভারতীয় সংষ্কৃতি দাসী বানিয়ে ফেলেছে তাদের সে পথ থেকে ফীরিয়ে আনা খুব কঠিন।
166543
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হক লিখেছেন ধন্যবাদ Rose Rose
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৭
120748
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : শাহীন ভাই আপনাকেও ধন্যবাদ।
166597
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:০৫
জবলুল হক লিখেছেন : ঘুম কবে ভাংবে কে জানে।
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৮
120749
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সেটা কঠিন যতদিননা নিজেরা আঁঘাতপ্রাপ্ত হয় ততদিন তারা ঘুমের ঘোরেই থাকবে।
166598
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:০৭
জবলুল হক লিখেছেন : আমাদের সমাজে প্রতিনিয়ত এই ঘ্ট্না গুলি ঘটছে। আমাদের বোনেরা কবে সজাগ হবে।আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন।
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৯
120750
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমীন।
166601
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৮
আওণ রাহ'বার লিখেছেন : হুমমমমমম ভাই মহা বিপদ ।
তাই সবার সাবধান হওয়া উচিৎ।
ভালো লিখনী আপনার।
ধন্যবাদ
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০১
120751
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : রাহ'বার ভাই আপনাকে আমার লেখায় পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ।
166625
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪১
সাইদ লিখেছেন : সতর্কতা মূলক পোষ্ট দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৯
120756
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : Today blog is now blocked in bd so i can't access this. I'm using mobile my mobile also doesn't support bangla so i can't read bangla comments. Thanks for your nice comments.
166633
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫০
আলোকিত ভোর লিখেছেন : সচেতনতামূলক পোষ্ট দেয়ার জন্য অনেক ধন্যবাদ Rose
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪০
120757
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : Thank you so much brother. I can't see bangla fonts.
১০
166657
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৮
জাগো মানুস জাগো লিখেছেন : we have to more sincere, especially the guardians.thanks ur postings.
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪২
120758
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : Yes brother you totally right. Thanks for your nice comments
১১
166663
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১৭
ইমরান ভাই লিখেছেন : আমার কোন ফেবু আইডি নাই বাইচা গেছি।

একটা ঘটনা শেয়ার করি:
আমার বন্ধুর পিসিতে একদিন বসেছিলাম দেশের বাড়িতে। তো ওর ডিজিটাল স্টুডিওর পিসি তেই কাজ করতে বসলাম। দেখলাম ওর একটা ফোলডারে হাজারো মেয়ের ছবি। তাও আবার বাংলাদেশের মেয়েদের এবং ছবি গুলো দেখেই মনে হচ্ছিল সাধারন গ্রামের উঠতি মেয়েরা।

ওকে জিগ্গাসা করলাম এই গুলো কোথায় পাইছিস?

উত্তর দিলো ফেসবুক থেকে সংগ্রহ করা।
আশ্চর্যের বিষয় হল সে এই ছবি গুলো মানুষকে মোবাইলে আপলোড করে দেয়।

জানিনা কোন বোনের ছবি এভাবে সবার হাতে, যুবকদের চোখের খোরাক হচ্ছে।

আল্লাহ আমাদেরকে এই জেনা থেকে মুক্ত করুন আমিন।
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৫
120759
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : Imran brother this blog is now blocked I'm using mobile and my mobile doesn't support bangla thanks for sharing your real story. Jazhak Allah
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩
120762
ইমরান ভাই লিখেছেন : ধন্যবাদ ভাই। আপনার এন্ড্রয়েড ফোন হলে রিডমিক কি বোর্ড ব্যাবহার করতে পারেন। খুবই সুন্দর একটা ভারসন। বাংলা লেখার জন্য।

আবারো ধন্যবাদ আপনাকে।
১২
166714
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১১
হলুদ রঙ মেঘ লিখেছেন : চমৎকার লিখেছেন।
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩২
121282
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ধন্যবাদ। অনেক কষ্টে প্রক্সি দিয়ে ঢুকলাম তবে ঝামেলা পোহাতে হচ্ছে।
১৩
166716
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৫
অন্য চোখে লিখেছেন : ভালো লাগলো বোনরা সতর্কহোক সেই আশা করি
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৮
121298
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আল্লাহ যেন তাদের বোঝার ও মানার মত ইচ্ছাশক্তি প্রদান করেন।
১৪
167139
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৪
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকে তো এখন পাইনা ভাই? অনেক দিন পর আপনার একটা লিখা পেলাম। পড়ে খুব ভালো লাগলো।
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
121283
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাই টুডে ব্লগ অধিকাংশ সময় বাংলাদেশে ব্লক করা থাকে তাই ইচ্ছা করলেও ঠিকমত ঢুকতে পারিনা। মোবাইল থেকে বা প্রক্সি দিয়ে ঢুকতে হয় তাও অনেকসময় প্রক্সিও ঠিকমত কাজ করেনা। ধন্যবাদ ভাইয়া। জাঝাক আল্লাহ
১৫
167350
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনার FB লিংকটা একটু দিবেন?
১৬
167404
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
গন্ধসুধা লিখেছেন : তবু কেউ শিখেনা! Worried
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫১
122748
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সেটাই তো সমস্যা। আল্লাহ সবাইকে মানার তৌফিক দিন। আপনি যেই পতাকাটা ধরে রেখেছেন সেটি মুসলিম সেনাবাহিনীর পতাকা। Happy
১৭
167544
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৭
শারমিন হক লিখেছেন :
ফেবুতে ছবি দেয়ায় ভয়ঙ্কর পরিনতির শিকার ভারতের এই মেয়েটি।
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৪
122751
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! পড়েছি। ভারত বা ভিন্ন ধর্মালম্বী নিয়ে আমার মাথাব্যাথা নেই আমার মাথাব্যাথ্যা মুসলিম নারীদের নিয়ে। কারণ কোরানের মতে,রক্ত সম্পর্কের বাইরে মুসলিম নারী-পুরুষের মধ্যে ২টা সম্পর্ক বিদ্যমান।#১# মুমিন নারী-পুরুষ দ্বীনি ভাই-বোন।#২#বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারী একে অপরের বন্ধু [Sura Number:9, "Tawba" Ayat:71)তাই আমার দ্বীনি নারীদের নিয়েই চিন্তা।
১৮
168509
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫১
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ Rose
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
122752
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপু আমি কিছুদিন আগে তোমার একটা পোস্টে ভুল করে অন্য জায়গার প্রতিমন্তব্য পোস্ট করে ফেলেছিলাম। আমি লজ্জিত। আর আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ। জাঝাক আল্লাহ। Happy
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:১৭
123110
ফাতিমা মারিয়াম লিখেছেন : এরকম ভুলতো হতেই পারে....এতে লজ্জার কিছু নাইHappy Good Luck
১৯
168533
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩০
রেজু লিখেছেন : এগুলো অনলাইনের বিশেষ করে ফেসবুকের এক প্রকারের বিষাক্ত ভাইরাস। কিছু অরুচিশীল ও মানসিকভাবে অপ্রকিতস্থ ইউজার এই কাজগুলো করে। ফেবুতে ছবি পোষ্টে বোনেরা যদি সতর্ক থাকেন দ্যাটস দ্যা অনলি সল্যুশন!!
ধন্যবাদ।
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৯
122753
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি যথার্থ কারণ ছাড়া অনলাইন জগতে যে কোন ব্যক্তিগত ছবি ব্যাবহারেরই বিরোধী। কারণ মানুষ আমার দূর্বলতার সুযোগ নিবে সেটিই স্বাভাবিক কিন্তু আমি নিজে কেন সেই সুযোগ তৈরী করে দিব? ধন্যবাদ ভাই।
২০
169989
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫০
অজানা পথিক লিখেছেন : পিউর থট
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
123993
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাই কেমন আছেন? টুডে ব্লগ অধিকাংশ সময়ই বাংলাদেশে বন্ধ থাকে তাই ইচ্ছা করলেও ঢুকতে পারিনা। অনেক দিন পর বিনা বাঁধায় আসলাম।
২১
171311
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৪
ইক্লিপ্স লিখেছেন : চমৎকার। অনেক ভালো লাগল।
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:২৭
141990
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ইক্লিপ্স আপু কেমন আছ? দীর্ঘদিন যাবত ব্লগে বসা হয়না এসেই দেখি তোমাদের কমেন্ট। আপু তুমি বেশি ভাল লেখ আমার চেয়ে।Happy
১৪ মার্চ ২০১৪ সকাল ১১:২৪
142961
ইক্লিপ্স লিখেছেন : এই তো ভাই ভালো আছি। আপনিও অনেক ভালো লেখেন। আপনাদের দেখলে ভালো লাগে। এস বি র কথা মনে পড়ে।
২২
181985
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৯
সায়িদ মাহমুদ লিখেছেন : হুম আসলেই আমাদের বোনেরা একটু পরিচিতির জন্য কতইনা বোকামি করে পাচঁ/দশটা লাইক কমেন্ট পাবে এই আশার নিজের সিকিউরিটিটাই অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। আসলে মেয়েদের বোকামির চেয়েও কিছু ছেলেদের নুংরামিটাকে ফুটিয়ে তুলা বেশি দরকার "ঘুম ভাঙ্গাতে চাই" ভাইয়া কেন আমরা ভূলে যাই মেয়েরাও মানুষ তাদেরও একটা মন আছে স্বাদ আছে আহ্লাদ আছে ঠিক যেমনি আমার আপনার আছে। শেষ কথার ভাল কথাটি হলো এমন বাস্তব ভিত্তিক পোষ্ট করার জন্য আপনি আসলেই ধন্যবাদ পেতেই পারেন।
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৩৬
142000
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমি একপেশে মনোভাব নিয়ে কখনো চলিনা। মেয়েদেরকেই সবসময় বেশি প্রাধান্য দেই। আমি ছেলে হয়েও ফেসবুকে আমার নিজের কোন ছবি ব্যাবহার করিনা।আমার মনে হয় খুব বেশি দরকার না হলে ছবি ব্যাবহার না করাই ভাল করলেও খুব সাদামাটা ব্যাবহার করা উচিত। আর মেয়েদের ক্ষেত্রে ছবি ব্যাবহার না করাই সর্বোত্তম আর ফ্রেন্ডলিস্টে নিজের পরিবার, কাজিনের বাইরে না যাওয়াই উচিত। আর সিকিউরিটি সেটিংটা শক্ত করা উচিত যাতে প্রাইভেসি বাইরের লোক নস্ট না করতে পারে। এতে করে পারিবারিক ইভেন্টগুলো শেয়ার করলে তা অনলাইনেও নিজের পরিবার-আত্বীয়স্বজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
২৩
309677
১৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫০
আফরা লিখেছেন : আমি ভাল মেয়ে ভাইয়া আমি ফেবু ইউজ করি না । ধন্যবাদ ভাইয়া ।
১৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৭
250617
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খারাপ মেয়েরা ফেসবুক ইউজ করে? লেটেস্ট তথ্য। অবশ্য আপনার তো এমনিতেই বিশাল জনপ্রিয়তা ফেবুতে গিয়ে তো স্টার হয়ে যাবেন। মেয়ে হলে বিশাল সুবিধা মেয়ে আইডি দেখলেই ভাল ছেলে,খারাপ ছেলে সবাই হুমড়ি খেয়ে পরে কমেন্টের জন্য। কেউ তাকে সুন্দর কথা বলে পটানোর জন্য, কেউ নিজেকে তার কাছে ব্যক্তিত্বসম্পন্ন বলে প্রমাণ করার জন্য। ভালোর চাইতে ভন্ডামিটাই বেশি ওকে জাঝাক আল্লাহ ফর উর মূল্যবান তথ্য এন্ড কমেন্ট Happy
১৮ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৮
250625
আফরা লিখেছেন : না ভাইয়া আমি তা মিন করি নাই । ফেস বুকের মাধ্যমে দ্বীনের প্রচার ও প্রসার হচ্ছে সেখানে মেয়েরাও কাজ করছে তবে কেন যেন আমার কাছে ভাল লাগে না যদি কোন ফিতনায় জড়িয়ে যাই তাই এড়িয়ে চলি ।
১৮ মার্চ ২০১৫ রাত ০৮:০১
250691
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হ্যা! ফেসবুকে অনেক আপু দ্বীনের জন্য কাজ করে এটা ভাল দিক। আমি যখন ফেসবুক ইউজ করতাম অনেক আপুকেই সাহায্য করতাম লেখালেখিতে। ফারিজা বিনতে বুলবুল আপুর কথা মনে আছে এখনো। উনি মাঝে মাঝে লেখা এডিট, ভুল খুঁজে বের করা ইত্যাদি কাজের জন্য আমার সাহায্য নিতেন। আর আপনার কথা সত্যি আমি ব্লগ লেখালেখি শুরু করেছিলাম ২০১১ সালে তবে নানা ছদ্বনামে ব্লগে লেখতাম কারণ নিরাপত্তা ঝুকি ছিল অনেক বেশি। তবে ফেসবুকে লিখতাম নিজের নামে। আমার প্রচুর পরিমাণ ফ্রেন্ডস আর ফলোয়ার ছিল। অনেক ছেলেই দ্বীনের সেবা করতে গিয়ে মেয়েদের সাথে ইনবক্সে চ্যাট করে দুদিন বাদে দূর্বল হয়ে পরত। দেখা যেত মেয়ে তাকে ইনবক্স করল ভাইয়া আপনি তো ইসলামের ব্যাপারে অনেক জানেন, ভাইয়া আমি এই সমস্যায় পরেছি ইসলামের দৃষ্টিকোণ থেকে এর সমাধান কি? ভাইয়া সমাধান বলতেন। অতঃপর সমাধান বলতে বলতেই নিজেদের নিজস্ব বিষয়গুলো নিয়ে নিয়মিত আলাপ অতঃপর দূর্বলতা। ছেলেরাও এমন সমস্যায় পরত। আমি নিজেই এমন সমস্যায় পরেছিলাম। মেয়েরা ইনবক্সে মেসেজ দিত। আমাকে এক মেয়ে ইনবক্সে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। ব্যাপারটা আমার জন্য ছিল বিব্রতকর। আমি এড়িয়ে চলতাম এসব। যাইহোক গত ৬মাস হলো আমিও আমার ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছি। আর ব্লগ বলতে অনেকদিন পর এই ব্লগটাতেই অল্প কদিন হল বসছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File