হেয়ালি কাব্য
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৮ জানুয়ারি, ২০১৪, ০২:২১:১৪ দুপুর
- ১
কে বলেছে বাসতে আমায় ভাল
আমারতো নেই গাড়ি বাড়ি
কিংবা চাল চুলো
তবুও যদি বল ভালবাসি
চল ঘুরে আসি
- ২
তোমার বাবার গাড়ি বাড়ি
সবই আছে জানি
আমার নেই চাল চুলো
সবইতো মানি
তবুও মন চাইছে রাশি রাশি
জনম জনম তোমায় ভালবাসি।
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন