তবুও আমি

লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৭ আগস্ট, ২০১৩, ১২:৩২:৪২ দুপুর



তবুও আমি হয়তো আছি বেশ

দাঁড়িয়ে থাকতে লাগেনা আর ঠেশ

সাতে পাঁচে কারো পিছে নেইতো

তবুও আমি টিকে আছি এইতো

Rose

পড়া লিখা খুব একটা হয়নি

স্কুল ছেড়ে কলেজ দূর যাইনি

মধ্য বিত্তের টানা পোড়ন আর

হাজার চেষ্টায় হইনি তবু ছাড়

Rose

স্বপ্ন আমার ছিলনাতো কোন কালে

দানবীর খেতাব নেব ধনী হলে

বদলে দেব সমাজ কিংবা দেশটা

তেমন করে হয়নি ভাবার চেষ্টা

Rose

চার পাশ যেদিক তাকাই ধাপ্পা

চান্স পেলে টুপি খুলে আপ্পা

লাল নীল বাতি জ্বলে রাতে

রাস টেনিছি ভদ্র সাজার অজুহাতে

Rose

কবি হবার হবি আমার নেইযে

ছবি আঁকার স্বপ্ন ছেড়েছি সেইযে

সারে গামা সে-ও এখন নেইতো

তবুও যেন বেশ আছি এইতো

বিষয়: বিবিধ

১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File