তবুও আমি
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৭ আগস্ট, ২০১৩, ১২:৩২:৪২ দুপুর
তবুও আমি হয়তো আছি বেশ
দাঁড়িয়ে থাকতে লাগেনা আর ঠেশ
সাতে পাঁচে কারো পিছে নেইতো
তবুও আমি টিকে আছি এইতো
পড়া লিখা খুব একটা হয়নি
স্কুল ছেড়ে কলেজ দূর যাইনি
মধ্য বিত্তের টানা পোড়ন আর
হাজার চেষ্টায় হইনি তবু ছাড়
স্বপ্ন আমার ছিলনাতো কোন কালে
দানবীর খেতাব নেব ধনী হলে
বদলে দেব সমাজ কিংবা দেশটা
তেমন করে হয়নি ভাবার চেষ্টা
চার পাশ যেদিক তাকাই ধাপ্পা
চান্স পেলে টুপি খুলে আপ্পা
লাল নীল বাতি জ্বলে রাতে
রাস টেনিছি ভদ্র সাজার অজুহাতে
কবি হবার হবি আমার নেইযে
ছবি আঁকার স্বপ্ন ছেড়েছি সেইযে
সারে গামা সে-ও এখন নেইতো
তবুও যেন বেশ আছি এইতো
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন