ইংলিশ স্কুল গুলো বন্ধ করে দেয়া উচিত, নতুবা সেখানে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ১৭ আগস্ট, ২০১৩, ১২:২৪:৫১ দুপুর
ঐশি নামের মেয়েটি তার বাবা-মাকে খুন করেছে। মেয়েটি 'ও' লেবেলে পড়ে। পুলিশের ধারণা সেই তার বাপ-মাকে খুন করেছে নৃশংসভাবে। মেয়েটি উশৃঙ্খল ছিল। বাপ-মা বাধা দেয়ায় সে পথের কাটা দূর করে দিয়েছে। খুন করার পরেও সে স্বাভাবিক ছিল এবং স্বাভাবিক অবস্থায় বাসা থেকে বের হয়ে যায়।
এই যে নৃশংসতা, এটা আসে উশৃঙ্খলা থেকে। আর উশৃঙ্খলতা শিক্ষা দিচ্ছে তথা কথিত আধুনিক শিক্ষা ব্যবস্থা। নারী পুরুষ নির্বিশেষে সকল শিক্ষার্থীকে অনৈতিকতা, অমানবিকতা, ভোগবাদীতা, নৃশংসতা এসব শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বেরিয়ে আসছে। সমাজ জীবনকে কলুষিত করছে।
লতিফ সিদ্দীকির মত খুনী হয়ে, চোখ তোলা শাহজানের মত হয়ে তারা সমাজে বিচারণ করছে। এরা মূলত: সন্ত্রাসী।
আমাদের অগোচরে এই ধরণের মানুষ আরো তৈরি হচ্ছে আমরা তা জানি না।
অথচ পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য কিছু বুদ্ধিজিবি ও রাজনীতিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করতে চাচ্ছে। যেখান থেকে আজ পর্যন্ত কোন অপরাধী তৈরি হয় নাই। এখন সচেতন প্রত্যেক মুসলমানের উচিত এই সব পশু তৈরির ইংলিশ স্কুল বন্ধের জন্য আন্দোলন করা, অথবা প্রত্যেক ইংলিশ স্কুলে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা। এবং ধর্মভিরু শিক্ষক ছাড়া কোন শিক্ষককে নিয়োগ না দেয়া।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন