আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে......( ১৭)
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৬ এপ্রিল, ২০১৩, ০১:০৬:২৬ দুপুর
আগের পর্ব : ১৬..Click this link
পার্ক থেকে বের হয়ে রিকশা ভাড়া করলাম রুমিদের বাসার ঠিকানায়, রুমি রিকশাতে উঠে বসল, আমি বিদায় জানালাম, রুমি বলল তুমিও উঠো, সামনে বাস ষ্ট্যান্ডে নেমে যাবে, আমি উঠতে চাইনি, বললাম বিদায় তো নিতেই হবে এখানেই বিদায় দাও, সে জোর করেই উঠালো, তার চোখ ছলছল আর বলছিল আমাকে ক্ষমা করে দিও, আমি চুপচাপ ছিলাম, আমার মুখ দিয়ে কোন কথাই আসলে বের হচ্ছিলনা
@
বাস ষ্ট্যান্ড নেমে গেলাম রুমি চলে গেল, আমার মাথা ঘুরতে থাকল, চারপাশ যেন দুলছে, বুকের মধ্যে প্রচন্ড চাপ অনুভব করলাম, মিনিটের মধ্যেই যেন পৃথিবীর আমুল পরিবর্তন হয়ে গেল, আমার মনে হলো পথের শেষ পর্যন্ত আমি রুমিকে দেখি, তায় সাথে সাথে অন্য একটা রিকশা ধরে বললাম ওই যে ওই রিকশাটা ফলো কর, খুব জরুরী, ততক্ষণে রুমির রিকশাটা মেইন রোড ক্রস করে গলিতে ঢুকে গেছে আমি পড়লাম জ্যামে, জ্যাম ছুটা মাত্রই রিকশা ড্রাইভার খুব জোরেই চালাল, সে যেন বুঝতে পারছে আমার মনের অবস্থা, এমন জোরে সে চালাল কিছুটা রিস্কিও ছিল, অনেকগুলো রিকশা পেছনে ফেলে এলাম, প্রতিবারই মনে হচ্ছিল সামনের রিকশাটায় রুমির রিকশা, কিন্তু ন খালি কিংবা অন্য কেউ, রুমিদের বাসা কোথায় আমি ঠিক জানিনা তবে যে জায়গার নাম বলে রুমির রিকশা ঠিক করে দিয়েছিলাম তার কাছেই আসতে দেখলাম এক মেয়ে রিকশা থেকে নেমে রাস্তার পাশের বিল্ডিংটার সিড়ি দিয়ে উপরে উঠে গেল, আমি দূর থেকেই দেখলাম কিন্তু সেতো রুমি না, মেয়েটাকে নামতে দেখে আমি ড্রাইভারকে ইংগীত দিয়েছিলাম যেন স্লো করে চালায়, কিন্তু যখন কনফার্ম হলাম এটা রুমি নয়, তখন বললাম চালিয়ে যাও
@
রুমির সাথে আর দেখা হলনা, আমি তখন সবকিছু ওলট পালট দেখছিলাম, রুমিকেতো পাওয়া গেলনা, কোথায় হতে পারে রুমিদের বাসা? জায়গাতো চিনি কিন্তু কোন বিল্ডিংটা হতে পারে? জানতে মন চাইল, সেদিন বাসায় ফিরে এলাম, সারা রাত অস্থিরতায় কাটালাম, ঘুম হলনা, আমার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছিল, আর একটা ব্যাপার মনে মনে ঘুরপাক খাচ্ছিল যে মেয়েটাকে আমি দেখেছিলাম রিকশা থেকে নেমে চলে গেল সেটাই নিশ্চয় রুমি হবে, আমার সেন্স তখন কাজ করছিলনা আমি তাই চিনতে পারিনি, আমি তখন চোখে ঝাপসা দেখছিলাম
@
চেষ্টা করছিলাম স্বাভাবিক হতে কিন্তু পারছিলামনা, আমি অনুভব করছিলাম যেন প্রতিটা নিশ্বাস নিতে কোথায় যেন বাঁধাপ্রাপ্ত হচ্ছে, নিজের কাছেই নিজেকে যেন ভারী মনে হচ্ছিল, আমি যেন আমাকেই বহন করতে পারছিলামনা, অফিসের কাজে অমনোযোগী হয়ে পড়ছিলাম, হঠাৎ করেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, অফিসে কেউ দেখে ফেলবে তায় ওয়াসরুমে গিয়ে আবার চোখে মুখে পানি দিয়ে আসছি এমন করে গেল সপ্তাহ খানেক, মনের ব্যাপারগুলো যে শরীরেও প্রভাব ফেলে তার একটা অভিজ্ঞতা হল, নিরুপায় হয়ে ভাবলাম রুমির সাথে অন্তত ফোনে হলেও মাঝের মধ্যে যোগাযোগ করলে হয়তো স্বাভাবিক হতে সহজ হবে তায় ফোন দিলাম রুমিদের বাসায়, ভাগ্যটা ভাল ছিল রুমিই রিসিভ করেছিল মোবাইল, বুঝিয়ে বললাম "আমাকে একটু হেল্প করা যাবে? আমি অস্বাভাবিক হয়ে পড়ছি, আমার দম নিতে কষ্ট হচ্ছে, তায় তোমার কাছে অনুরোধ আমার যখন খুব কষ্ট হবে এবং তুমি যদি অনুমতি দাও তাহলে মাঝের মধ্যে তোমার সাথে ফোনে কথা বলতে চাই, ফোন যে করবই তা কিন্তু না, একান্ত বাধ্য না হলে করবনা সে নিশ্চয়তা দিচ্ছি, এবং আমি যখন সুস্থ হয়ে উঠবো তখন আর করা হবেনা তাও বললাম।" রুমি শুধু বলেছিল "না, এখন একটু কষ্ট হলেও ধীরে বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু আমার সাথে যোগাযোগ থাকলে তোমার কষ্টটা বরঞ্চ আরো বাড়বে, তায় আমার অনুরোধ আমার সাথে আর যোগাযোগ করবেনা, তাছাড়া তুমিতো জানো এইযে মোবাইলটা এটা তো আমার না, এটা বাসায় সবাই ইউজ করে, আমার মা জানলে ঘরে হুলুস্থুল কান্ড হবে, তায় তোমার কাছে অনুরোধ আমাকে কখ্খনো ফোন করবেনা।" তারপরও আমি খুব রিকোয়েষ্ট করেছিলাম, সে প্রতিবারই না শব্দটা উচ্ছারণ করে রাখি বলে রেখে দিয়ে্ছিল।
@
তারপর থেকে যেন শুরু হল আমার অন্য একটা জীবন, অন্য একটা জগৎ, যেখানে শুধুই আমি, পৃথিবীর সব কিছুই আমার কাছে তখন গুরুত্বহীন, জীবন, জগৎ সংসার এসবে আমার কিছু যায় আসেনা, কখন কি হল না হল কিংবা কি হবে না হবে এসব নিয়ে ভাবার কিছুই নেই, যা নিয়তি তাই হবে, তায়তো হয়, কেন আমরা জীবন নিয়ে এতো যুদ্ধ করি, কি দরকার এতো প্রতিযোগীতার ইত্যাদি ওলোট পালট চিন্তা করতে করতে আমি ক্রমশ আমাকে সংগে নিয়ে যেন পৃথিবীর বাইরে অন্য কোন একটা জগতে চলে গেছি, আমার কাছে জন্ম যেমন মৃত্যু ও তেমন সবকিছু সাদামাটা, ঘটনা দুর্ঘঠনা সবই স্বাভাবিক আমার কাছে, কেমন যেন অনুভুতিহীন হয়ে যাচ্ছি দিনে দিনে, আনন্দ হাসি কান্না এসব আর আমাকে ভাবায়িত করেনা, যা হবার তাই হয়েছে এবং হচ্ছে এতে আমার কি করার আছে, আমার যেমন কোন কিছুতে হাসি যেমন পায়না তেমনি অস্বাভাবিক কোন কিছুতে আমি অবাক ও হইনা, সবই স্বাভাবিক আমার কাছে, আমার কাছে তখন অনিয়মটাই নিয়ম হয়ে যায় কেননা এটা যদি নিয়ম না হতো তাহলে তো ঘটতেই পারতনা, তাই অনিয়ম বলে কিছু নেই সবই নিয়ম।
@
তখনো আমি কবিতা লিখতাম, জীবনের ঘটে যাওয়া বিষয়গুলো তখন আমার কবিতার উপজীব্য বিষয়, তেমনি একটা ছোট্ট কবিতা মাঝের মধ্যে চোখ বন্ধ করলে ভেসে উঠে মনের আয়নায়, আমার কবিতার ডায়রীটা আর নেই, আমার নিজেরই কিছু কিছু কবিতা মুখস্থ আছে ওগুলো হঠাৎ কোন এক অবেলায় ভেসে উঠে
প্রেম
মনে পড়ে?
সেদিনের সন্ধ্যায়
আমি ছিড়লাম ঘাস
ভাংলে তুমি কান্নায়।
@
সেই দিন শুরু
সেই দিন শেষ
সেই থেকে তুমি আমি
দু'জনই নিরুদ্দেশ।
@
দেখা হয়নি
কথা হয়নি আর
তুমিও নিতে চাইলেনা
ভালবাসার ভার।
@
কাঁদলে তুমি
সে কি কান্না!
এইটাই প্রেম
সেইটাই সান্তনা।
চলবে.....
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন