তোমায় নিয়ে লেখা
লিখেছেন লিখেছেন লেখক ১৬ এপ্রিল, ২০১৩, ০১:১৬:০২ দুপুর
রাত নিঝুম,নিস্তব্ধ চারদিক,অন্ধকারের চাদরে ঢেকে গেছে পৃথিবী।
রাতের আকাশে জ্বলছে মিটিমিটি তারকা।
জীবন যুদ্ধে ক্লান্ত শরীর একটু বিশ্রামের আশায় নেতিয়ে পড়েছে বিছানায়।
শুধু আমার চোখে ঘুম নেই।বার বার মনে পড়ছে তোমাকে।
নিজের অক্ষমতা,পারিবারিক দায়বদ্ধতা ,সামাজিক সম্পর্ক আমাকে বার বার মনে করিয়ে দিচ্ছে তুমি আমার হবে না কখন।
যখন ভিতর থেকে আওয়াজ আসে অক্ষমতার,
তখন ভবিষ্যৎ হাতছানি দেয় হতাশার।
চেপে ধরে বিষণ্ণতা।জীবনের প্রতি জন্ম নেয় নিরাসক্ততা।
স্বপ্ন গুলো হয় এলোমেলো।দু'চোখে নামে আধার কালো।
তাইতো ফেরারি এ মন হারিয়ে যেতে চায় দূর অজানায়,
আকাশের নীলিমায় সাগরের সীমানায়।
যেখানে থাকবে না কোন স্মৃতি কারোরও জানায়।
সব হবে নতুন কেবল আমি সে আগের মতন।
তাহলে আজ এটাই হোক আমার প্রার্থনা,
হও তুমি সুখী শুধু এটাই কামনা।জীবনে কখন তোমায় না বেদনা।
নাহলে আমার পাব এটাই সান্ত্বনা।
বিষয়: সাহিত্য
২০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন