কাল মাহদী'র বিয়ে

লিখেছেন লিখেছেন লেখক ৩০ মে, ২০১৩, ১০:৩৫:৫৫ সকাল



দেখতে দেখতে সময় গুলো কিভাবে যে চলে যায় বুঝাই যায় না।মনে হচ্ছে এইতো কিছেদিন পূর্বেও আমরা একসাথে পাশাপাশি বসে ক্লাস করেছি,গল্প-গোজব করেছ। আমাদের পদচারনায় মুখরিত হয়েছে জামেয়ার ক্যাম্পাস।সময়ের বহমান স্রোতে আর জীবনের ঘটনা প্রবাহে আজ আমরা অনেক দূরে।

ফেইস বুকের কল্যানে জানতে পাড়লাম আমার এক সময়ের সহপাঠী মাহদী আগামী কল শুক্রবার বিয়ের পীড়িতে বসতে যাচ্ছে।যদিও আমি এখনও দাওয়াত পাইনি। আর পাব বলেও মনে হয় না।তারপরও খবরটা জেনে অনেক আনন্দিত হলাম।আমাদের একশ এর বেশি সহপাঠীদের মধ্যে মাহদীই প্রথম বিয়ে করতে যাচ্ছে আনন্দের এটাও একটা কারন।

যদিও আমরা একসাথে প্রায় সাত বছর একই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি তারপরও মাহদীর সাথে আমার সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ ছিলনা কখনও। যাওবা ছিল s.s.c দেয়ার পর মাহদী Blue Bird High School and College এ চলে যাওয়ার কারনে তাও শেষ হয়ে যায়।এরপর মাঝে মধ্যে দেখা হলে কেমন আছ? কি করছ? পর্যন্তই কথাবার্তা হত ।

আগামী শুক্রবার মাহদী তানজিনা রমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে।তাদের দম্পত্য জীবন সুন্দর হোক। সুখ,সাচ্ছন্দ আর ভালবাসায় ভরে থাকুক তাদের মন। এই কামনায় শেষ করছি।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File