স্বপ্ন দেখি
লিখেছেন লিখেছেন লেখক ২০ মে, ২০১৩, ১১:০০:৩০ সকাল
হয়নি দেখা তোমার সাথে আজ
মন খারাপ তাই
হয়ত তোমার আমার কথা
এখন আর মনে নাই
কখনও যদি মনে পড়ে
এই আমারে
জেনে রেখ ছিলাম আমি
এই তোমারি
তুমি না হয় নাইবা হলে
আমার জীবন সাথী
ক্ষতি কি তাতে বল
ওগো পড়শী
তোমার পড়শে ধন্য হোক
আমার জীবন ধারা
তোমার আলোয় আলোকিত
আজ এ বসুন্ধরা
স্বপ্ন যদি সত্যি হয়
হও তুমি আমার
দু'জন মিলে সাজাবো মোরা
পৃথিবী দু'জনার
বিষয়: সাহিত্য
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন