আনন্দ

লিখেছেন লিখেছেন লেখক ১৪ জুন, ২০১৩, ০৯:২৪:৫৬ রাত

আনন্দ,

আমি তোমায় খোঁজেছি হারিয়ে যাওয়া দিনের মাঝে

নিঃস্বার্থ ভাবে নিজেকে বিলিয়ে দেয়ার মাঝে

প্রয়োজনে মানবতার পাশে দাঁড়ানোর মাঝে

হয়তবা তোমায় পেয়েছি অপূর্ণও স্বপ্নের মাঝে

মানবতার নির্লিপ্ত হাসির মাঝে

যেখানে এক হয়েছে প্রত্যাশা আর প্রাপ্তি

অথবা পেয়েছি অপরিচিতের ভালবাসায়

অচেনা কারো মুগ্ধতায়

অপরিসীম আন্তরিকতায়

আমার স্বপ্ন গুলো হয়ত পাবেনা পূর্ণতা

তবুও আমি তোমায় খোঁজব

অপ্রাপ্তি আর অসম্পূর্ণতায়

বিষয়: সাহিত্য

১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File