আমার স্বপ্ন গুলো

লিখেছেন লিখেছেন লেখক ২০ এপ্রিল, ২০১৩, ১০:৫৩:৩৮ রাত

হঠাৎ দিনের শেষে

নির্ঘুম রাতের শেষে

বার বার মনে পড়ে তোমাকে

আমি উত্তলা হই

আমি হারিয়ে যাই তোমাতেই

জন্ম নেয় গল্প

বাসা বাঁধে স্বপ্ন

শুধু তোমায় ঘিরে

তুমি দেখা দাও না

কথাও কও না

লুকিয়ে লুকিয়ে থাক

আড়াল থেকে তাহলে কেন

আমায় তুমি ডাক

দেখতে আমায় চাওই যদি

দাড়াও সামনে এসে

আমি বাড়িয়ে দেব আমার হাত

তোমায় ভালবেসে

বিষয়: সাহিত্য

১৫৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File