নামকরন !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২২ এপ্রিল, ২০১৩, ০৩:১৪:৩২ দুপুর
আমার খুব কাছের বন্ধু কিবরিয়া। ক্যাম্পাসের সবচেয়ে মজার ছেলে । সে দুটো খরগোশ কিনেছে । এগুলোর কি নাম রাখা হবে সবাই ভাবতে লাগলাম ।
"যে সে নাম রাখলে তো আর চলেনা ; এমন নাম রাখতে হবে যেন নাম শুনে লাফ দিতে ইচ্ছা করে ,ঠিক খরগোশের মত । "একজন
বিজ্ঞের মত বলল ।
আমি বললাম " আমি খরগোশের মত লাফানোর পক্ষে না ; আমি বাদরের মত লাফানো নামের পক্ষে "
পাশ থেকে একজন বলল " লাফানো নামই যদি রাখতে হয় তবে চিতার মত নামই রাখা দরকার , চিতা যখন লাফায় ,উফ দেখতে কি যে সুইট লাগে !"
একজন টিশু পেপার নিয়ে টয়লেটের দিকে যাচ্ছিল , সে হঠাত লাফ দিয়ে বলল "ইউরেকা ! ইউরেকা ! "
আমি বললাম "কেয়া হুয়া ব্রাদার ?"
-"আমি পাইলাম , আমি ইহাকে পাইলাম"
-"কি পাইলা হে ?"
-"নাম পাইলাম ভ্রাতা"
-"কি নাম ? "
-"একটার নাম টিশু , আরেকটার নাম টিশা !"
সঙ্গে সঙ্গে পাশ থেকে একজনবলল একটারনাম রাখ হিশু আরেকটার নাম হিশা ।
আমি বললাম থাক থাক আর অগ্রসর হইওনা । যেহেতু খরগোশ
গুলো কিবরিয়ার সন্তান আই মিন ঠিক সন্তান নয় ওর কেনা , অতএব একটার নাম রাখ কিব আরেকটার নাম রিয়া।
শেষ পর্যন্ত জানা গেলো নামকরনের ক্ষেত্রে আমাদের আগ্রহ থাকলেও খরগোশ গুলোর আগ্রহ শুধু ঘাসের দিকে ।
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন