আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে........(১৪)

লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৮ এপ্রিল, ২০১৩, ১১:৩০:৫৫ সকাল



আগের পর্ব : ১৩....Click this link

পরীক্ষা শুরু হল, প্রিপ্যারেশান যা ছিল সব তালগোল পেকে গেল, আমি পড়তে পারছিলামনা, অন্যরকম এক অস্থিরতা অনুভব করছিলাম, পরীক্ষার আগের রাতে পড়তে গিয়ে দেখি এতদিন যা শিখেছি সব ভুলে বসে আছি, আসলে সেই মুহুর্তে নতুন করে শিখার কিছু থাকেনা, পড়া গুলো একটু চোখ বুলিয়ে নিতে হয়, আমিও তায় করার চেষ্টা করছিলাম কিন্তু ফল হচ্ছে উল্টো, যত পড়ার চেষ্টা করছি শেখা প্রশ্ন যেন আবার ভুলছি, ব্যাপারটা ঠিক এমন, আমি কম্পিউটারে একটা গল্প লিখেছি, লিখা শেষ হবার পর ব্যাক স্পেস টিপে ধরলাম আর এত কষ্ট আর ভাবনার লিখাগুলো পেছন থেকে মুছে সামনের গিকে এগুচ্ছে, তায় ভাবলাম রাত জেগে আর পড়ে কাজ নেই তারচে বরং ঘুম দেয়ার চেষ্টা করাটাই ভাল হবে, সারারাত পায়চারী করে ঘুমও হলোনা, ঘুম ঘুম চোখেই পরীক্ষায় এটেন্ড করলাম

@

আমি মনে মনে ঠিক করেছিলাম রুমির সাথে আর দেখা করবনা, কেননা ওর সাথে দেখা হলে আমি নিশ্চিত আবেগ তাড়িত হব এবং যার ফলশ্রুতিতে আমার পরীক্ষাটায় দেয়া হবেনা, প্রথম দুইদিন আমি শেষ ঘন্টা পড়ার পাঁচ মিনিট আগেই খাতা জমা দিয়ে বের হয়ে আসলাম যাতে রুমির মুখোমুখি পড়তে না হয়, যদিও পরীক্ষার খাতায় কি লিখছি আমি নিজেও জানিনা, আমার সিট পড়েছিল ফাস্ট ফ্লোর এ, বাংলায় যদিও ওটাকে আমরা দুই তলা বলতে অভ্যস্থ, রুমির সিট পড়েছিল সম্ভবত আমার পরের ক্লাশ রুমটায়

@

তৃতীয় দিনও যথারীতি আমি শেষ ঘন্টা পড়ার আগেই বের হয়ে আসলাম, শিড়ি দিয়ে নামতেই শুনতে পেলাম আমার নাম ধরে কে যেন ডাকছে, প্রথম ডাকেই বুঝে গেলাম এটা রুমি ছাড়া অন্য কেউ নয়, তবুও আমি না শুনার ভান করে এগুতে চাইছিলাম কিন্তু আমার পা যেন যেতে চাইছেনা, রুমিও আবার একটা ডাক দিয়ে জোরে হেটে আসছে পায়ের আওয়াজ শুনতে পেলাম

@

রুমি এসে দাঁড়ালো মুখোমুখি হয়ে, " কি ব্যাপার তুমি আমাকে এভয়েট করছ কেন? গত দুই পরীক্ষার পর তুমি আমার সাথে দেখা করনি, পরীক্ষা শেষে আমি পুরো কলেজ খুঁজেছি তোমাকে, পেলামনা কোথাও, তোমার হয়েছেটা কি! এভাবে আমাকে এড়িয়ে চলছ কেন!!

- "রুমি, আমি পড়তে পারছিনা, কান্না পাচ্ছে সারা রাত, পরীক্ষার পর তোমার সাথে দেখা হবেনা বিষয়টা আমি মানতে পারছিনা, তোমার সাথে কথা হলে আমি আরো ইমোশনাল হয়ে পরীক্ষাটায় দেয়া হবেনা সেই ভয়ে আমি তোমাকে এভয়েট করছিলাম"

-কিসব বলছ আবোল তাবোল, মেয়েদের মতো কান্নাকাটি এসব কি! পরীক্ষাটা ঠিক করে দাও, ওসব ফালতু চিন্তা মাথা থেকে ঝাড়, আজ কলেজ গেইট থেকে রিক্সা নেবনা, চল মেইন রোড পর্যন্ত দু'জন কথা বলতে বলতে হেটে যায়, তারপর তুমি আমাকে রিক্সা ঠিক করে দেবে

- না এখান থেকেই বিদায় নাও, তুমি একায় যাও

- যাবেনা ?

- না যাবনা, তুমি একায় যাও

রুমি বেশ কবার জিজ্ঞেস করেছিল, আমি যাব কিনা..

যাবেনা..যাবেনা...যাবেনা...

তারপর চোখেমুখে হাজার মেঘ জমিয়ে রুমি যেই পা বাড়ালো দেখলাম ইমতিদা আর নাহিম ভাই কোথথেকে এসে হাজির, ওরা আসলে সেদিন আমাদের ফলো করছিল, আমাদের পাশেই ছিল আমি খেয়াল করিনি, সম্ভবত আমাদের কথাগুলো না শুনলেও আন্দাজ করেছিল আমাদের কথাগুলো স্বাভাবিক ছিলনা

@

ইমতিদা আর নাহিম ভাই ঠিক করেছিল রুমির সাথে পরিচয় হবে কিন্তু আমাকে জানায়নি, ওরা পরীক্ষা শেষের সময়টা বেঁছে নিল, ভাবল সেই সময়ে দু'জনকেই একসাথে পাওয়া যাবে

ইমিতিদা একটু আগ বাড়িয়ে এসে প্রথমে রুমিকে থামাল, একটু দাঁড়ান বলে রিকোয়েষ্ট করে, আমি দাঁড়িয়ে ছিলাম রুমির হেটে যাওয়ার দৃস্যটা দেখব বলে, কিন্তু দু'কদম দিতেই ওরা এসে হাজির

রুমি অবাক হয়ে ফ্রিজ হয়ে তাকিয়ে ছিল, বলা নেই কওয়া নেই অচেনা এক লোক এসে বলে কিনা, "একটু দাঁড়ান প্লিজ।" আমি পরিচয় করিয়ে দিলাম ইনি হলেন ইমতিদা আর ইনি নাহিম ভাই, আমার কলিগ, রুমি সালাম দিয়েছিল তাদেরকে, ইমতিদা অপরিচিত কারো সাথে কথা বলায় জড়তা নেই, আর যেহেতু হিংসা করার মতো সুদর্শন এবং শরীর এর গঠন গাঠন এমনিতেই আকৃষ্ট করে সবাইকে, এমন আন্তরিক আর আপন করে কথা বলে কেউ একবার পরিচয় হলে ওনার সাথে ভুলে যাবার কোন উপায় নেই

@

আমরা হেটে আসছিলাম, আমি আর নাহিম ভাই পেছনে, ইমতিদা রুমির সাথে পরিচয় হবার তাগিদে ওরা একসাথে হাটছিল, মেইন রোড আসার পর ইমতিদা অফার করল আমরা যদি কোন রেষ্ট্রুরেন্টে খানিক বসি তাহলে আপত্তি আছে কিনা, রুমি তাকাল আমার দিকে, আমি কি বলি ওটা শোনার জন্য, আমি রুমিকে বললাম তোমার কি সংকোচ বা ভয় কাজ করবে যদি ইমতিদার অফারটা গ্রহণ কর এবং আমি যদি না থাকি? ইমতিদা সাথে সাথে কথাটা লুফে নিল, আপনিতো সবসময় ফাঁকিবাজ, আপনার বিয়েতেও দেখা যাবে আপনি লজ্জায় স্টেজে বসবেননা, আমাকেই প্রক্সি দিতে হবে জামায় এর রোলটা, সবাই হেসে উঠলাম

@

আমি বিদায় নিলাম, ওরা সেদিন কি আলাপ করেছিল আমার আজও জানা হয়নি, তবে ইমতিদা সেদিন রুমির মামা বাড়ির খবর পর্যন্ত বের করে আনলেন এবং রিমির সাথে পরিচয় হবারও একটা প্ল্যান প্রোগ্রামও ঠিক করে ফেলেছিলেন

চলবে.......

বিষয়: বিবিধ

১৩৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File