জামায়াতে ইসলামী যে কাজ এত বছর ধরে বহু চেষ্টা করেও সফল হতে পারছিলনা, সেই কাজ আল্লাহ আওয়ামীলীগ দ্বারা করিয়ে দিয়েছেন।
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ০৮ এপ্রিল, ২০১৩, ১১:২৮:৪০ সকাল
জামায়াতে ইসলামী যে কাজ এত বছর ধরে বহু চেষ্টা করেও সফল হতে পারছিলনা, সেই কাজ আল্লাহ আওয়ামীলীগ দ্বারা করিয়ে দিয়েছেন। দেশের সকল আলেম ওলামারা রাজপথে নামায় ইসলামী শক্তি যে এই দেশের তৃতীয় শক্তি(তৃতীয় শক্তি বলতে রাজনৈতিক হিসেবে) তা প্রমানিত হল। কাওমী ওলামাদের অধিকাংশ ভোটের সময় ইসলামী দল বা ইসলামী খেলাফতের চিন্তা করতেননা। ভোট দিতেন আওয়ামীলীগ বা অন্য দলকে কিন্তু এখন ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে।
জামায়াতে ইসলামী শত চেষ্টা করেও যাদের রাজপথের আন্দোলনে আনতে পারেনি, আওয়ামীলীগ সরকার তাদের রাজপথে এনে দিয়েছেন, রুপান্তর করেছেন রাজনৈতিক শক্তিতে।
ওনেকেই বলে থাকতেন দেশের সব ইসলামী দল এক হতে পারেনা কেন? উত্তরঃ ইসলামের স্বার্থে দেশের সব দল যে এক হতে পারে সেটাও প্রমানিত হল।
জামাত এতদিন ইসলামী দল গুলোকে বুঝিয়ে এসেছে আওয়ামীলীগের টার্গেট শুধু মাত্র জামাত-শিবির নয় বরং ইসলামী শক্তি। জামাত সেটা প্রমান করতে পেরেছে বলেই ইসলামীক বিপ্লব এখন সময়ের ব্যাপার মাত্র।
১৯৪৭ সালের আগে যেমন দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামীক শক্তি ছিল প্রধান আবার সেই আসনে পিরে আসবে ইনশআল্লাহ।
বিষয়: রাজনীতি
১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন